Ajker Patrika

বঙ্গবন্ধুর ২৫ ফুট দীর্ঘ ম্যুরাল শরীয়তপুরে

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১২: ২৫
Thumbnail image

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ২৫ ফুট দীর্ঘ ম্যুরাল নির্মাণ করে শরীয়তপুরের বিচার বিভাগ। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ম্যুরালটি উদ্বোধন করা হয়।

বিজয় দিবসের দিন বিচার বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও আইনজীবী সমিতির সদস্যরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ম্যুরালের পাদদেশে গতকাল শনিবার বিজয় দিবসের আলোচনা সভার অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস, আইনজীবী সমিতির সভাপতি জহিরুল ইসলাম, জজ আদালতের পিপি মির্জা হযরত আলী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আইনজীবীরা।

২৫ ফুট দীর্ঘ বঙ্গবন্ধুর এই ম্যুরালটি নির্মাণ করেছেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আক্তারুজ্জামান। এটি নির্মাণ করতে ২০ লাখ টাকা ব্যয় করতে হয়েছে।

শরীয়তপুর জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আদালত চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল থাকায় বিভিন্ন জাতীয় দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন সহজ হবে। নতুন প্রজন্ম তাঁর আদর্শ ও স্বপ্ন বুকে ধারণ করতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত