Ajker Patrika

আওয়ামী লীগের বিচার হবে জনতার আদালতে

ফেনী প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১২: ১৭
Thumbnail image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শিগগির জনতার আদালতে আওয়ামী লীগের বিচার হবে। শেখ হাসিনার পতন হলে, কোনো আওয়ামী লীগ নেতা-কর্মীর খোঁজ পাওয়া যাবে না।

গতকাল শনিবার বিকেলে বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফেনীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা এ সব মন্তব্য করেন।

সমাবেশে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বুলু আরও বলেন, ‘আন্দোলন–সংগ্রামের মধ্য দিয়ে এ সরকারকে উৎখাত করতে হবে। আজ দেশের ঋণের পরিমাণ ১ লাখ ১৫ হাজার কোটি টাকা। উন্নয়নের নাম করে আওয়ামী লীগ সরকার জনগণের টাকা লুট করছে। আওয়ামী লীগ আসলে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার নয়। তাঁরা মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ব্যবসা করে। এ সরকার অবৈধ সংসদের জন্ম দিয়েছে।’

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আওয়ামী লীগার সাজবেন না। এ সরকার শেষ সরকার নয়, অন্য সরকারও ক্ষমতায় আসবে। জনগণের টাকায় বেতন পেয়ে প্রকাশ্যে জনগণের বিপক্ষে অবস্থান নেওয়ার ফল ভালো হবে না। আওয়ামী লীগের অসহনীয় দুর্নীতির কারণে আজ দেশ দেউলিয়া হওয়ার পথে।

গতকাল বিকেলে ফেনী বড় বাজারের ইসলামপুর সড়কে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সারাদিন জুড়েই দলীয় নেতা–কর্মীরা নির্দিষ্ট স্থানে ভিড়া জমালেও দুপুরের পর থেকে পুরো এলাকা বিএনপির কর্মী–সমর্থকদের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে।

সমাবেশে সরকারের সমালোচনা করার পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়। পাশাপাশি তাঁর রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সদস্যসচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এমএ খালেক, ইয়াকুব নবী ইয়াকুব, আলাউদ্দিন গঠন, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক মেসবাহ উদ্দিন মেসবাহ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস. এম কায়সার এলিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নইমুল্লাহ চৌধুরী বরাত, ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম ভূঁইয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত