Ajker Patrika

ভালো থাকুক চড়ুই পাখি

জাহাঙ্গীর জয়েস
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৩: ০৭
ভালো থাকুক চড়ুই পাখি

পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে না। তবে ঘুম ভাঙলেই চড়ুইয়ের ডাক শুনি। দরজা খুললেই দেখা যায় তাদের। বারান্দার গ্রিলে বসে এদিক-ওদিক তাকায়। এখান থেকে ওখানে যায়। পুচ্ছ নাচায়।

উঠোনে ধান শুকানো হচ্ছে। চড়ুই এসে খেতে শুরু করে। সবুজ ঘাসের ভেতর খাবার খুঁজে বেড়াচ্ছে চড়ুইয়ের দল। ছনের ঘরের চাল, ধানখেত, ঘন গাছের শাখা-প্রশাখায় তাদের ওড়াউড়ির দৃশ্য খুবই স্বাভাবিক।

পুকুরের জলে নুয়ে আসা লেবু, পেয়ারা প্রভৃতি ছোট গাছের ডাল কিংবা নদী, খালের পাশের ঝোপঝাড়ে তাদের ছোটাছুটি, কিচিরমিচির অনেকের কাছেই পরিচিত একটি দৃশ্য। কিন্তু বিদ্যুতের তারে শত শত চড়ুই এসে জড়ো হচ্ছে। তাদের কিচিরমিচির আগন্তুকদের অবাক করে দিচ্ছে। সন্ধ্যার আগে পরে ঘণ্টাখানেক তাদের শব্দে অন্য সব শব্দ ম্লান হয়ে পড়ে। এ দৃশ্য না দেখলে বিশ্বাস করা কঠিন। কিন্তু সেটাই হয়েছে মৌলভীবাজারের ব্যস্ততম সড়কের একটি এম সাইফুর রহমান সড়কে (সেন্ট্রাল রোড)। শেষ বিকেলে চতুর্দিক থেকে শাঁ শাঁ শব্দ করে আসত চড়ুইয়ের পাল। চৌমোহনা লাগোয়া এই সড়কের পাশের বিদ্যুৎ, টেলিফোন, ডিশ, ওয়াইফাই ইত্যাদির লাইনে জড়ো হতো হাজারো চড়ুই। সন্ধ্যার পর গায়ে গা লাগিয়ে বসে থাকত তারা। এই শীতে সম্ভবত শৈত্যপ্রবাহের কারণে তারা চলে গেছে অন্য কোথাও।

সাধারণত এসব তারে চড়ুইদের থাকার কথা নয়। ধারণা করি নতুন নতুন দালানের ভেন্টিলেটর তাদের এখানে আসতে বাধ্য করেছে। আর আশপাশের গাছপালা কমে যাওয়াও একটা কারণ হতে পারে। যেখানে আগে তারা বাসা বাঁধতে পারত। এখন পারে না। এখানে তারা প্রায় ছয় মাস ছিল।

উইকিপিডিয়ায় চড়ুই সম্পর্কে লেখা আছে, ‘শহরে বা গ্রামে, মানববসতির কাছাকাছি যেকোনো পরিবেশে এরা নিজেদের স্বচ্ছন্দে মানিয়ে নিতে পারে। প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা থাকলেও সাধারণত জনহীন বনভূমি, তৃণভূমি ও মরুভূমিতে এরা বসবাস করে না।’

তবে কি এই চড়ুইয়ের দল মানুষের কাছাকাছি থাকতেই এখানে এসেছিল। আবার শৈত্যপ্রবাহ থেকে বাঁচতে অন্য কোথাও কোনো মানববসতির কাছাকাছি আশ্রয় নিয়েছে!

যা হোক। আজ ২০ মার্চ বিশ্ব চড়ুই পাখি দিবস। তারাও ভালো থাকুক, নিরাপদ থাকুক প্রকৃতি এবং সভ্যতার মেলবন্ধনে।

 

লেখককবি ও শিক্ষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত