Ajker Patrika

টিকা স্বল্পতায় বান্দরবানে বুস্টার ডোজ বন্ধ

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৬: ০৬
Thumbnail image

বান্দরবানে করোনা সুরক্ষার টিকা বুস্টার ডোজ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। প্রয়োজনীয় টিকা পাওয়া সাপেক্ষে আগামী সপ্তাহ থেকে পুনরায় চালু হবে। গতকাল শনিবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অংসুই প্রু মারমা। তবে সাধারণভাবে করোনার টিকা ও শিক্ষার্থীদের টিকা দেওয়া কার্যক্রম চলমান আছে তিনি জানান।

সিভিল সার্জন বলেন, বুস্টার ডোজ হিসেবে প্রথমে বান্দরবানে ফাইজার টিকা দেওয়া হয়। কিন্তু স্কুল শিক্ষার্থীদের দেওয়ার জন্য ফাইজারের টিকা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত হয়। বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মর্ডানা ও অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। বান্দরবানে বর্তমানে মর্ডানা ও অ্যাস্টাজেনেকার টিকা না থাকায় গত বৃহস্পতিবার থেকে বুস্টার ডোজ দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

অংসুই প্রু মারমা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বুস্টার ডোজ হিসেবে মর্ডানা ও অ্যাস্ট্রাজেনেকা টিকা চেয়ে পত্র দেওয়া হয়েছে। টিকা পাওয়া গেলে আবারও বুস্টার ডোজ টিকা কার্যক্রম চালু হবে। আগামী সপ্তাহেই পুনরায় বুস্টার ডোজ দেওয়া চালু হবে বলে তিনি আশা করছেন।

সিভিল সার্জন জানান, সরকার ষাটোর্ধ্ব ব্যক্তি ও সম্মুখসারি কর্মীদের জন্য করোনা সুরক্ষার তৃতীয় ডোজ (বুস্টার) টিকা কার্যক্রম শুরু করেছিল। বান্দরবানে গত ৯ জানুয়ারি বুস্টার ডোজ দেওয়া শুরু করা হয়। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও স্থানীয় সাংসদ বীর বাহাদুর উশৈসিং বান্দরবান সদর হাসপাতালে বুস্টার ডোজ টিকা নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত