খান রফিক, বরিশাল
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের সময় নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর (খোকন সেরনিয়াবাত) অনুসারীরা বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারীদের কোণঠাসা করে রাখেন। হাটবাজার-টার্মিনাল হাতছাড়া হয়ে গেছে তাঁদের। সামনে নগর ভবনও ছাড়তে হবে। এমন পরিস্থিতিতে আধিপত্য ধরে রাখতে কৌশলী হচ্ছেন সাদিক।
উভয় পক্ষের নেতারা মনে করছেন, এমন অবস্থা চললে বরিশাল আওয়ামী লীগে সংঘাত বাড়বে। এতে আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষতিগ্রস্ত হতে পারে দলটি। অবশ্য খোকন নগর ভবনের দায়িত্ব গ্রহণ করলে ভাতিজা সাদিকের জন্য পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন অনেকে।
স্থানীয় ও দলীয় সূত্র বলেছে, সম্প্রতি ঘোষণা করা নগর শ্রমিক লীগের কমিটিতে নেতৃত্বে আসেন সাদিকের অনুসারীরা। সিটি ভোটে নৌকার বিরোধিতা করায় গ্রেপ্তার হওয়া রইজ আহমেদ মান্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মান্নাকে কমিটিতে ঠাঁই দেওয়া নিয়ে ফুঁসে উঠেছেন মেয়র খোকনের অনুসারীরা। সম্প্রতি দফায় দফায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষ হয়েছে।
মেয়র খোকনের অনুসারী কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব আজকের পত্রিকাকে বলেন, মান্না শ্রমিক লীগের নেতৃত্বে আসার পর থেকেই তাঁর অনুসারীরা টার্মিনাল, ঘাট দখলের চেষ্টা করছেন।
তবে সাদিকের অনুসারী বরিশাল নগর শ্রমিক লীগের সদ্য মনোনীত সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, ‘যাঁরা কখনো আওয়ামী লীগ করেনি, তাঁরা আমাদের তাড়ায়। নির্বাচনে দেখলেন না, আমাদের ঘেঁষতেই দেয়নি। এখন তাঁরা দেখবে।’
সাদিকের অনুসারী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, ‘খোকন ভাইয়ের লোকজনই বিশৃঙ্খলা ঘটিয়েছে। আমরা এখন আর কোথাও ঝামেলায় জড়াব না। আমরা সংগঠন গোছাচ্ছি।’
বরিশাল শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দিন মোহন বলেন, ভোটের পর শ্রমিক লীগ-ছাত্রলীগের কমিটি করে ফের ষড়যন্ত্র চালাচ্ছেন সাদিকের অনুসারীরা। তাঁরা নগরীতে রক্তক্ষয়ী সংঘাত সৃষ্টি করছেন। ভোটের পর মেয়র খোকনের বলয়ে ঢুকে গেছে অনেক সুযোগ সন্ধানী। এমনটা চললে বিএনপি-জামায়াত জাতীয় নির্বাচনে সুযোগ নেবে।
এ ব্যাপারে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ বলেন, ‘শ্রমিক লীগের কমিটিতে বিতর্কিতদের আনা দুরভিসন্ধি এবং উদ্দেশ্যমূলক। নগরবাসী জানেন, এরা আগে কেমন ছিল। এর আগেও সিটি নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নেয় মান্না। তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। আবার সেই মান্নাদেরই পুনঃপ্রতিষ্ঠিত করার মূল কারণ নৈরাজ্য সৃষ্টি করা।’
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের সময় নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর (খোকন সেরনিয়াবাত) অনুসারীরা বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারীদের কোণঠাসা করে রাখেন। হাটবাজার-টার্মিনাল হাতছাড়া হয়ে গেছে তাঁদের। সামনে নগর ভবনও ছাড়তে হবে। এমন পরিস্থিতিতে আধিপত্য ধরে রাখতে কৌশলী হচ্ছেন সাদিক।
উভয় পক্ষের নেতারা মনে করছেন, এমন অবস্থা চললে বরিশাল আওয়ামী লীগে সংঘাত বাড়বে। এতে আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষতিগ্রস্ত হতে পারে দলটি। অবশ্য খোকন নগর ভবনের দায়িত্ব গ্রহণ করলে ভাতিজা সাদিকের জন্য পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন অনেকে।
স্থানীয় ও দলীয় সূত্র বলেছে, সম্প্রতি ঘোষণা করা নগর শ্রমিক লীগের কমিটিতে নেতৃত্বে আসেন সাদিকের অনুসারীরা। সিটি ভোটে নৌকার বিরোধিতা করায় গ্রেপ্তার হওয়া রইজ আহমেদ মান্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মান্নাকে কমিটিতে ঠাঁই দেওয়া নিয়ে ফুঁসে উঠেছেন মেয়র খোকনের অনুসারীরা। সম্প্রতি দফায় দফায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষ হয়েছে।
মেয়র খোকনের অনুসারী কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব আজকের পত্রিকাকে বলেন, মান্না শ্রমিক লীগের নেতৃত্বে আসার পর থেকেই তাঁর অনুসারীরা টার্মিনাল, ঘাট দখলের চেষ্টা করছেন।
তবে সাদিকের অনুসারী বরিশাল নগর শ্রমিক লীগের সদ্য মনোনীত সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, ‘যাঁরা কখনো আওয়ামী লীগ করেনি, তাঁরা আমাদের তাড়ায়। নির্বাচনে দেখলেন না, আমাদের ঘেঁষতেই দেয়নি। এখন তাঁরা দেখবে।’
সাদিকের অনুসারী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন বলেন, ‘খোকন ভাইয়ের লোকজনই বিশৃঙ্খলা ঘটিয়েছে। আমরা এখন আর কোথাও ঝামেলায় জড়াব না। আমরা সংগঠন গোছাচ্ছি।’
বরিশাল শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দিন মোহন বলেন, ভোটের পর শ্রমিক লীগ-ছাত্রলীগের কমিটি করে ফের ষড়যন্ত্র চালাচ্ছেন সাদিকের অনুসারীরা। তাঁরা নগরীতে রক্তক্ষয়ী সংঘাত সৃষ্টি করছেন। ভোটের পর মেয়র খোকনের বলয়ে ঢুকে গেছে অনেক সুযোগ সন্ধানী। এমনটা চললে বিএনপি-জামায়াত জাতীয় নির্বাচনে সুযোগ নেবে।
এ ব্যাপারে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ বলেন, ‘শ্রমিক লীগের কমিটিতে বিতর্কিতদের আনা দুরভিসন্ধি এবং উদ্দেশ্যমূলক। নগরবাসী জানেন, এরা আগে কেমন ছিল। এর আগেও সিটি নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নেয় মান্না। তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। আবার সেই মান্নাদেরই পুনঃপ্রতিষ্ঠিত করার মূল কারণ নৈরাজ্য সৃষ্টি করা।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫