Ajker Patrika

৪২ দিন পর ভুট্টাখেতে মিলল ছিনতাই হওয়া ব্যালট

ভূঞাপুর প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩৯
৪২ দিন পর ভুট্টাখেতে মিলল ছিনতাই হওয়া ব্যালট

ভূঞাপুরে ৪২ দিন পর ছিনতাই হওয়া সিলযুক্ত বিপুল ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া এলাকার একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। এর আগে চরচন্দনী দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে ছিনতাই হয়েছিল ব্যালট পেপারগুলো।

জানা গেছে, চরচন্দনী দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ছিল ২ হাজার ৩৭৫ জন। নির্বাচনে মোট ভোট কাস্ট হয় ২ হাজার ২৯টি। এর মধ্যে বাতিল হয় ২০টি ভোট। এ সময় অনুপস্থিত ছিল ৩৪৬ জন ভোটার। ছিনতাই হওয়া বস্তাতেই ছিল এসব ব্যালট পেপার।

ওই কেন্দ্রে আনারস প্রতীকে শাহ আলম পান ১ হাজার ৩৩৬ ভোট, নৌকা প্রতীকে মনিরুজ্জামান মনির পান ৪৬৬ ভোট এবং আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ পান ২০৭ ভোট।

এদিকে গত শনিবার বস্তা উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। সেখানে সাড়ে ৫টা থেকে চলে গণনা। তবে গণনা শেষে বস্তায় কতটি ব্যালট পেপার পাওয়া যায়, সে তথ্য দিতে অস্বীকৃতি জানায় পুলিশ।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, গাবসারা ইউনিয়নের চরচন্দনী দাখিল মাদ্রাসা কেন্দ্রে নির্বাচনী ফলাফল ঘোষণার পর নির্বাচনে দায়িত্বে থাকা লোকজন ফেরার পথে পরাজিত ইউপি সদস্যের লোকজন আক্রমণ করে। এ সময় ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। পরে প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার পুংলিপাড়া ভুট্টাখেত থেকে ব্যালটগুলো উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত