Ajker Patrika

নিজেকে প্রমাণ করবেন ঐন্দ্রিলা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৪৩
নিজেকে প্রমাণ করবেন ঐন্দ্রিলা

ছোট পর্দায় অভিনয় দিয়ে শোবিজে যাত্রা শুরু ঐন্দ্রিলা সেনের। একাধিক জনপ্রিয় ধারাবাহিকের পর এখন তিনি মন দিয়েছেন বড় পর্দায়। কাজ করছেন ওটিটিতেও। ২৪ ফেব্রুয়ারি জি-ফাইভে মুক্তি পাবে তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘শ্বেতকালী’। সানি ঘোষ পরিচালিত রহস্য রোমাঞ্চের সিরিজের গল্প একটি পরিবারকে ঘিরে। পুরোনো বাড়ির দেয়াল ভেঙে বেরিয়ে আসে একটা সাদা কালীমূর্তি। অতি প্রাকৃতিক নানা ঘটনায় মোড়া গল্পে রয়েছে চমকের পর চমক। এতে একজন ডাক্তারের চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলাকে।

ঐন্দ্রিলা বলেন, ‘শ্বেতকালী নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। এই চরিত্রটা যখন আমার কাছে আসে, নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করার সম্ভাবনা দেখতে পেলাম। তাই ওয়েব সিরিজটিতে যুক্ত হওয়া। কতটা পেরেছি দর্শক বলবেন।’

‘শ্বেতকালী’ ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন সৌরভ চক্রবর্তী, দেবলীনা কুমার, সাহেব ভট্টাচার্য, সমদর্শী দত্ত প্রমুখ।

ঐন্দ্রিলা সেন।এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে ঐন্দ্রিলার ‘লাভ ম্যারেজ’ সিনেমাটি। প্রেমেন্দু বিকাশ চাকীর পরিচালনায় এতে ঐন্দ্রিলার বিপরীতে রয়েছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক অঙ্কুশ হাজরা। ভালোবাসা দিবসে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। প্রেক্ষাগৃহে দেখা যাবে ১৪ এপ্রিল থেকে। এ সিনেমা দিয়ে অনেক দিন পর বড় পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক। অঙ্কুশের বাবার চরিত্রে দেখা যাবে তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত