Ajker Patrika

টিকাকেন্দ্রে শিক্ষার্থীদের ভিড়, সংক্রমণের শঙ্কা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৩: ৪৩
টিকাকেন্দ্রে শিক্ষার্থীদের ভিড়, সংক্রমণের শঙ্কা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় চলছে শিক্ষার্থীদের টিকাদান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৪ জানুয়ারি টিকাদান শুরু হয়। গতকাল বুধবার সকালে দেখা যায়, একই দিনে উপজেলার ১০টি বিদ্যালয়ের ২ হাজার ৩৩৩ জন শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।

গতকাল সকাল থেকে টিকা নেওয়ার জন্য সেখানে ভিড় করে শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক ও অভিভাবক আসায় এই ভিড় আরও বাড়ে। শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য টিকা প্রত্যাশীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

আবুল কালাম নামের এক অভিভাবক বলেন, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে টিকা দেওয়ার জন্য সকাল সাড়ে ৮টায় এসেছেন। শিক্ষার্থীরা ঘণ্টার পর ঘণ্টা গাদাগাদির করে লাইনে দাঁড়িয়ে ছিল। বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হতো। অভিভাবকদের দুর্ভোগে পড়তে হতো না, আর শিক্ষার্থীদেরও ঝুঁকিতে পড়তে হতো না।

বহরপুর কলেজের শিক্ষার্থী অন্তর দাশ বলেন, কলেজ থেকে তাঁদের টিকা নিতে বলা হয়েছে। টিকা না নিলে কলেজে যাওয়া যাবে না। তাই টিকা নিতে এসেছেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য টিকা প্রত্যাশীদের টিকা ও বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। টিকাকেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশ রাখতে রেড ক্রিসেন্টসহ অন্যান্য স্বেচ্ছাসেবকেরা কাজ করছেন। সুন্দর পরিবেশে শিক্ষার্থীদের টিকা দিতে পারবেন বলে আশা করেন তিনি।

৪ জানুয়ারি শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি চলবে আজ (১৩ জানুয়ারি) পর্যন্ত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ হাজার ৪১০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। তবে এই সময়ে যাঁরা বাদ পড়বেন তাঁদের আগামীকাল (১৪ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত