Ajker Patrika

চাকরির নামে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১

বগুড়া প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৩: ১৪
চাকরির নামে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১

প্রতারণার চার মামলায় পলাতক আসামি রিজওয়ানুল ইসলাম নামের এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ব্যাংকে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিতেন।

গতকাল বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানা-পুলিশ। তিনি বগুড়া সদর উপজেলার উপশহর এলাকার বাসিন্দা।

রিজওয়ানুল জনতা ব্যাংকের কুড়িগ্রাম শাখার করপোরেট শাখার অফিসার (বিমচক)। তাঁকে ব্যাংক থেকেই গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত চারটি প্রতারণার মামলা হয়। পরে এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় বলে জানিয়েছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাকির আল আহসান।

আব্দুর রউফ নামের এক ব্যক্তির শ্যালককে ব্যাংকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ৪ লাখ টাকা নেন রিজওয়ানুল। রউফ বগুড়া শহরের নিশিন্দারা এলাকার বাসিন্দা।

কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, তাঁর শ্যালককে ব্যাংকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ২০১৮ সালের ৪ লাখ টাকা নেন রিজওয়ানুল। কিন্তু চাকরির বিষয়ে একপর্যায়ে তালবাহানা করতে থাকেন রিজওয়ানুল। পরে রিজওয়ানুলের প্রতারণা বুঝতে পেরে ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়। ওই মামলার বাদী হন তাঁর (রউফ) শ্বশুর মোয়াজ্জেম হোসেন।

সদর থানার এসআই জাকির জানান, রিজওয়ানুল কুড়িগ্রাম জেলায় বদলির আগে জনতা ব্যাংকের বগুড়ার সপ্তপদী শাখায় কর্মরত ছিলেন। ২০১৫-১৬ সালে বগুড়ায় থাকাকালীন তিনি প্রতারণা করেন। এ ছাড়া পরবর্তী সময়েও প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি।

এসআই জাকির আরও জানান, রিজওয়ানুল চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অন্তত ৫০ লাখ টাকা হাতিয়ে নেন। পরে তিনি কুড়িগ্রামে বদলি হন। কুড়িগ্রামে তাঁর বদলির বিষয়টি তিনি কাউকে জানাননি। তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত