কুড়িগ্রাম ও চিলমারী প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের দক্ষিণ নটারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ২১৫ জন। ৬ জন শিক্ষকের পদ থাকলেও ৩ মাস ধরে একজন শিক্ষক পাঠদান করছেন। এতে ঠিকমতো পাঠদান না চলায় অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে না।
স্থানীয় প্রাথমিক শিক্ষা বিভাগ বিষয়টি অবগত থাকলেও বিদ্যালয়টিতে শিক্ষক পদায়নের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা একমাত্র সহকারী শিক্ষক রোজিনা খাতুন।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ নটারকান্দি প্রাথমিক বিদ্যালয়। এটি ২০১৩ সালে জাতীয়করণ হয়। ওই সময় বিদ্যালয়টিতে পাঁচজন শিক্ষক কর্মরত ছিলেন। ২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় বিদ্যালয়টি থেকে তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। এরপর একে একে অন্য শিক্ষকেরা অবসরে গেলে শিক্ষার্থীরা পাঠগ্রহণ থেকে বঞ্চিত হতে থাকে। এক বছর আগে বিদ্যালয়টিতে শিক্ষক ছিলেন দুজন। সর্বশেষ চলতি বছরের মে মাসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবসরে গেলে বর্তমান সহকারী শিক্ষক রোজিনা খাতুন একমাত্র শিক্ষক হিসেবে পাঠদান চালিয়ে আসছেন। সংকট সামাল দিতে স্থানীয় একজনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদানে সংযুক্ত করা হলেও তাঁকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না।
শিক্ষার্থীরা জানায়, শিক্ষক না থাকায় সব বিষয়ে পাঠদান হয় না। মাঝে মাঝে কোনো পাঠদানই হয় না। তখন সবাই বাড়িতে চলে যায়। ঠিকমতো পাঠদান না চলায় অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে।
মোহাম্মদ আলী নামের এক অভিভাবক বলেন, ‘শিক্ষক না থাকায় স্কুলে আর আগের মতো ক্লাস হয় না। এ জন্য ছেলেমেয়েরাও আসতে চায় না। এভাবে চলতে থাকলে ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।’
প্রতিষ্ঠানের একমাত্র সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোজিনা খাতুন বলেন, ‘শিক্ষক হিসেবে আমি একাই রয়েছি। স্থানীয় একজনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়েছি। কিন্তু এরপরও সামাল দেওয়া যায় না। এক ক্লাসে বাচ্চাদের কিছু একটা লিখতে দিয়ে আরেক ক্লাসে যেতে হয়।’
বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ অবগত রয়েছে জানিয়ে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ‘চলমান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হলে শিক্ষক দেওয়া হবে বলে আমাকে আশ্বস্ত করা হয়েছে।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সালেহ বলেন, ‘ওই স্কুলে শিক্ষক নিয়োগ দিতে আরও কয়েক মাস সময় লেগে যেতে পারে।’
কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের দক্ষিণ নটারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ২১৫ জন। ৬ জন শিক্ষকের পদ থাকলেও ৩ মাস ধরে একজন শিক্ষক পাঠদান করছেন। এতে ঠিকমতো পাঠদান না চলায় অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে না।
স্থানীয় প্রাথমিক শিক্ষা বিভাগ বিষয়টি অবগত থাকলেও বিদ্যালয়টিতে শিক্ষক পদায়নের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা একমাত্র সহকারী শিক্ষক রোজিনা খাতুন।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ নটারকান্দি প্রাথমিক বিদ্যালয়। এটি ২০১৩ সালে জাতীয়করণ হয়। ওই সময় বিদ্যালয়টিতে পাঁচজন শিক্ষক কর্মরত ছিলেন। ২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় বিদ্যালয়টি থেকে তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। এরপর একে একে অন্য শিক্ষকেরা অবসরে গেলে শিক্ষার্থীরা পাঠগ্রহণ থেকে বঞ্চিত হতে থাকে। এক বছর আগে বিদ্যালয়টিতে শিক্ষক ছিলেন দুজন। সর্বশেষ চলতি বছরের মে মাসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবসরে গেলে বর্তমান সহকারী শিক্ষক রোজিনা খাতুন একমাত্র শিক্ষক হিসেবে পাঠদান চালিয়ে আসছেন। সংকট সামাল দিতে স্থানীয় একজনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদানে সংযুক্ত করা হলেও তাঁকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না।
শিক্ষার্থীরা জানায়, শিক্ষক না থাকায় সব বিষয়ে পাঠদান হয় না। মাঝে মাঝে কোনো পাঠদানই হয় না। তখন সবাই বাড়িতে চলে যায়। ঠিকমতো পাঠদান না চলায় অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে।
মোহাম্মদ আলী নামের এক অভিভাবক বলেন, ‘শিক্ষক না থাকায় স্কুলে আর আগের মতো ক্লাস হয় না। এ জন্য ছেলেমেয়েরাও আসতে চায় না। এভাবে চলতে থাকলে ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।’
প্রতিষ্ঠানের একমাত্র সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোজিনা খাতুন বলেন, ‘শিক্ষক হিসেবে আমি একাই রয়েছি। স্থানীয় একজনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়েছি। কিন্তু এরপরও সামাল দেওয়া যায় না। এক ক্লাসে বাচ্চাদের কিছু একটা লিখতে দিয়ে আরেক ক্লাসে যেতে হয়।’
বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ অবগত রয়েছে জানিয়ে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ‘চলমান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হলে শিক্ষক দেওয়া হবে বলে আমাকে আশ্বস্ত করা হয়েছে।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সালেহ বলেন, ‘ওই স্কুলে শিক্ষক নিয়োগ দিতে আরও কয়েক মাস সময় লেগে যেতে পারে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫