Ajker Patrika

ঢাকা থেকে ফেরত যুবকের শরীরে ডেঙ্গু শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
Thumbnail image

সিলেটে দুই মাস পর এক ডেঙ্গু রোগীর সন্ধান পেয়েছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ওই যুবক ৯ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে সিলেটে আসার পর তাঁর শরীরে জ্বর দেখা দেয়। গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর ডেঙ্গু ধরা পড়ে। এদিকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অভিযানে নগরে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ফলে ডেঙ্গু শনাক্তের খবরে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন।

নগরের ভার্থখলা এলাকার বাসিন্দা অর্ণব দাস আজকের পত্রিকাকে বলেন, ‘মাত্র দুই দিন আগে আমাদের এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এখন খবর পেলাম ডেঙ্গুর। তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কতজন যে আক্রান্ত হয়েছেন, ওপরওয়ালা জানেন।’  

একইভাবে উপশহরের বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকায় এডিস মশার লার্ভা বেশি থাকবে। অনেক বাসাবাড়ি ফাঁকা থাকে। আর এবার বন্যায় তো সব জায়গায় পানি উঠেছে। তাই উপশহরের দিকে বেশি নজর দেওয়া দরকার। নইলে সবাই আক্রান্ত হবে।’

তবে চিকিৎসকেরা বলছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাই সচেতনভাবে সহযোগিতা করলে ডেঙ্গু  নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কোনো এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেলেই ডেঙ্গু আক্রান্তের আশঙ্কা নেই। সিলেটে এখনো স্থানীয়ভাবে কেউই আক্রান্ত হননি। কাজেই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং পানি জমতে দেওয়া যাবে না।

এদিকে ডেঙ্গুতে যুবক আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার বলেন, ‘ঢাকা ফেরত এক যুবক জ্বরে আক্রান্ত হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ওনার এনএস-১ পজিটিভ এসেছে। সাসপেক্ট করা হচ্ছে তার ডেঙ্গু।’

ডা. এস এম শাহরিয়ার জানান, যদিও সিলেটে এডিস মশার লার্ভা পাওয়া গেছে, এরপরও সিলেটে স্বাস্থ্য বিভাগের কাছে এখনো স্থানীয়দের কারও ডেঙ্গুতে আক্রান্তের তথ্য নেই। ইতিমধ্যে আমরা ডেঙ্গুর জীবাণু শনাক্তের কথা সিটি করপোরেশনকে বলেছি। সিসিক প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। আমরাও তাদের সহযোগিতা করব। এ ছাড়া সিলেট এমএজি ওসমানী হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনএস-১ কিট সরবরাহ করেছি।’

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ওই যুবকের এলাকায় মশকনিধন অভিযান চালাব। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম। সিলেটে এখন পর্যন্ত স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্তের তথ্য পাওয়া যায়নি। এরপরও সতর্ক থাকতে হবে। বাড়ির আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত