নাজমুল হাসান সাগর,পাইনপাড়া, মাঝিকান্দি চর থেকে
প্রথমবারের মতো পদ্মা সেতুর দুই প্রান্তেই জ্বালানো হলো সড়কবাতি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পরীক্ষামূলকভাবে সেতুর দুই লেনেই জ্বালানো হয় বাতি। শুরুতে বাতি জ্বালানো হয় মাওয়া প্রান্তের কিছু অংশে। তারপর ১০ মিনিটের মধ্যে ধাপে ধাপে জ্বলে ওঠে দুই প্রান্তের সব বাতি। সেতুর আলোয় জ্বলজ্বল করতে থাকে পদ্মার বুক।
এর আগে সেতুর কিছু কিছু অংশে আলো জ্বালানো হলেও এবারই প্রথম দুই প্রান্তে আলো জ্বলতে দেখলেন পদ্মাপারের বাসিন্দারা। সেতুর আলো যেন এই অঞ্চলের মানুষের জীবনের আলো হয়ে ওঠে—এমনই আশা পদ্মার পাইনপাড়ার মাঝিকান্দি চরের বাসিন্দাদের। চরের বাসিন্দা ইউনুস আলী বিকেল থেকেই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন সেতুর বাতির আলো দেখার জন্য। আলো জ্বালানোর সঙ্গে তাঁর চোখমুখে একধরনের দ্যুতি খেলা করে গেল। তিনি বলেন, ‘এইডা আমাগোর জন্যি খুব আনন্দের বিষয়। আগেও সেতুতে বাতি জ্বালাইছে কিন্তু পুরাডা জুইড়া না। আইজকাই প্রথম পুরা সেতু জুইড়া আলো জ্বালাইতে দেখলাম।’
পাশে থেকেই আশাবাদের কথা জানালেন উৎফুল্ল ইব্রাহিম হোসেন। তিনি বলেন, ‘চোখের সামনে এই সেতু হইতে দেখলাম। কয় দিন পর উদ্বোধন হইব এইডা। প্রধানমন্ত্রী আইব। আমরা খুব আনন্দিত ৷ আইজকা প্রথম পুরা সেতুতে বাতি জ্বালাইছে, এইডা দেহনের জন্য অপেক্ষা করতেছিলাম। আশা করি সেতুর এই আলো আমাগো সবার জীবন আলোকিত করব।’
সেতু নিয়ে অনেক আশা রয়েছে এই এলাকার বাসিন্দাদের। মাঝিকান্দি চরের বাসিন্দা রাবেয়া বেগম বলেন, ‘এই সেতু আমাগো স্বপ্নের সেতু। এই জন্য আমরা অনেক খুশি। কিন্তু সরকারের কাছে আমাগো আবেদন, সেতুর কারণে যারা কর্মহারা হইব, তাগো যেন সরকার কর্মের ব্যবস্থা করে।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
৭ জুন শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে পদ্মা সেতুর ৬১টি ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি জ্বালানো হয়। তারপর প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও এসব বাতি জ্বালিয়ে পরীক্ষা করা হচ্ছে। পদ্মা সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। এতেই ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু আলোকিত হবে। ৪১৫টি ল্যাম্পপোস্টের মধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি। আর জাজিরা প্রান্তের উড়ালপথে ৪৬টি এবং মাওয়া প্রান্তে ৪১টি।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
প্রথমবারের মতো পদ্মা সেতুর দুই প্রান্তেই জ্বালানো হলো সড়কবাতি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পরীক্ষামূলকভাবে সেতুর দুই লেনেই জ্বালানো হয় বাতি। শুরুতে বাতি জ্বালানো হয় মাওয়া প্রান্তের কিছু অংশে। তারপর ১০ মিনিটের মধ্যে ধাপে ধাপে জ্বলে ওঠে দুই প্রান্তের সব বাতি। সেতুর আলোয় জ্বলজ্বল করতে থাকে পদ্মার বুক।
এর আগে সেতুর কিছু কিছু অংশে আলো জ্বালানো হলেও এবারই প্রথম দুই প্রান্তে আলো জ্বলতে দেখলেন পদ্মাপারের বাসিন্দারা। সেতুর আলো যেন এই অঞ্চলের মানুষের জীবনের আলো হয়ে ওঠে—এমনই আশা পদ্মার পাইনপাড়ার মাঝিকান্দি চরের বাসিন্দাদের। চরের বাসিন্দা ইউনুস আলী বিকেল থেকেই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন সেতুর বাতির আলো দেখার জন্য। আলো জ্বালানোর সঙ্গে তাঁর চোখমুখে একধরনের দ্যুতি খেলা করে গেল। তিনি বলেন, ‘এইডা আমাগোর জন্যি খুব আনন্দের বিষয়। আগেও সেতুতে বাতি জ্বালাইছে কিন্তু পুরাডা জুইড়া না। আইজকাই প্রথম পুরা সেতু জুইড়া আলো জ্বালাইতে দেখলাম।’
পাশে থেকেই আশাবাদের কথা জানালেন উৎফুল্ল ইব্রাহিম হোসেন। তিনি বলেন, ‘চোখের সামনে এই সেতু হইতে দেখলাম। কয় দিন পর উদ্বোধন হইব এইডা। প্রধানমন্ত্রী আইব। আমরা খুব আনন্দিত ৷ আইজকা প্রথম পুরা সেতুতে বাতি জ্বালাইছে, এইডা দেহনের জন্য অপেক্ষা করতেছিলাম। আশা করি সেতুর এই আলো আমাগো সবার জীবন আলোকিত করব।’
সেতু নিয়ে অনেক আশা রয়েছে এই এলাকার বাসিন্দাদের। মাঝিকান্দি চরের বাসিন্দা রাবেয়া বেগম বলেন, ‘এই সেতু আমাগো স্বপ্নের সেতু। এই জন্য আমরা অনেক খুশি। কিন্তু সরকারের কাছে আমাগো আবেদন, সেতুর কারণে যারা কর্মহারা হইব, তাগো যেন সরকার কর্মের ব্যবস্থা করে।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
৭ জুন শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে পদ্মা সেতুর ৬১টি ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি জ্বালানো হয়। তারপর প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও এসব বাতি জ্বালিয়ে পরীক্ষা করা হচ্ছে। পদ্মা সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। এতেই ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু আলোকিত হবে। ৪১৫টি ল্যাম্পপোস্টের মধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি। আর জাজিরা প্রান্তের উড়ালপথে ৪৬টি এবং মাওয়া প্রান্তে ৪১টি।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫