Ajker Patrika

গাঁজা উদ্ধার তিনজন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৫: ৪৯
গাঁজা উদ্ধার তিনজন গ্রেপ্তার

বগুড়ার সোনাতলায় পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মামলার পর তাঁদের জেলহাজতে পাঠানো হয়।

এর আগে সোমবার উপজেলার দিগদাইড় ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপাড়া গ্রাম এবং পৌরসভার ছয়ঘরিয়াপাড়া এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার সুলতান, আশরাফুল ইসলাম ও গাইবান্ধা জেলার রাজু মিয়া ।

সোনাতলা থানা-পুলিশ তাঁদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটক হওয়া তিনজনই পেশায় মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, সোমবার দুপুরে উপজেলার দিগদাইড় ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপাড়া গ্রাম থেকে সুলতান ও আশরাফুলকে ২ কেজি গাঁজাসহ এবং পৌরসভার ছয়ঘরিয়াপাড়া এলাকা থেকে রাজুকে ২ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত