রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মৃতি প্রতিকৃতিটি দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা গেছে, প্রতিকৃতিটির বেদিতে জুতা পায়ে বসে রয়েছেন কয়েকজন স্থানীয়। এটি ঘেঁষে বসেছেন মাছ, তরকারি নিয়ে বিক্রেতারা।
প্রতিদিন সকাল-সন্ধ্যা এখানে হাট বসে। বাজারের ময়লা-আবর্জনা প্রতিকৃতিটির পাশেই ছড়িয়ে-ছিটিয়ে স্তূপ আকারে ফেলা হচ্ছে। অবহেলা আর অযত্নে প্রতিকৃতিটি এখন সৌন্দর্য হারিয়েছে। এটি ঢেকে গেছে আগাছায়। দেখে বোঝার উপায় নেই এটি একটি শহীদ প্রতিকৃতি।
এদিকে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মৃতিকে ধরে রাখার প্রয়াসে ২০০৮ সালের ৩১ মার্চ উপজেলার সাবেক রামনগর গ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর স্থাপিত হয়। গ্রন্থাগারে কিছু বই থাকলেও জাদুঘরে বীরশ্রেষ্ঠের কোনো স্মৃতিচিহ্ন নেই। বীরশ্রেষ্ঠের নামে গ্রামের নামকরণ করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পাশে খোলা জায়গার পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়ক থাকায় এখানে ময়লা ফেলতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আমাদের এলাকার গর্ব। তাঁর স্মৃতি রক্ষার্থে স্থানীয়দের সচেতনতাই পারে এটাকে রক্ষা করতে। পাশাপাশি সুরক্ষিত রাখতে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।’
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো নজরুল ইসলাম বলেন, চারপাশে প্রতিনিয়ত হাট বসে। কয়েকবার স্থানীয়দের সচেতন করা হয়েছে। তাঁরা শুনছেন না। কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। শিগগির সড়ক বড় হচ্ছে। এটা ভাঙা পড়বে। এটাকে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের পাশে পরবর্তী সময়ে স্থাপন করার কথা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের চার লেনে উন্নীত করতে সড়ক ও জনপথ থেকে জমি অধিগ্রহণের পর তা ভেঙে ফেলার জন্য চিঠি পাঠানো হয়েছে।
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মৃতি প্রতিকৃতিটি দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা গেছে, প্রতিকৃতিটির বেদিতে জুতা পায়ে বসে রয়েছেন কয়েকজন স্থানীয়। এটি ঘেঁষে বসেছেন মাছ, তরকারি নিয়ে বিক্রেতারা।
প্রতিদিন সকাল-সন্ধ্যা এখানে হাট বসে। বাজারের ময়লা-আবর্জনা প্রতিকৃতিটির পাশেই ছড়িয়ে-ছিটিয়ে স্তূপ আকারে ফেলা হচ্ছে। অবহেলা আর অযত্নে প্রতিকৃতিটি এখন সৌন্দর্য হারিয়েছে। এটি ঢেকে গেছে আগাছায়। দেখে বোঝার উপায় নেই এটি একটি শহীদ প্রতিকৃতি।
এদিকে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মৃতিকে ধরে রাখার প্রয়াসে ২০০৮ সালের ৩১ মার্চ উপজেলার সাবেক রামনগর গ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর স্থাপিত হয়। গ্রন্থাগারে কিছু বই থাকলেও জাদুঘরে বীরশ্রেষ্ঠের কোনো স্মৃতিচিহ্ন নেই। বীরশ্রেষ্ঠের নামে গ্রামের নামকরণ করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পাশে খোলা জায়গার পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়ক থাকায় এখানে ময়লা ফেলতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আমাদের এলাকার গর্ব। তাঁর স্মৃতি রক্ষার্থে স্থানীয়দের সচেতনতাই পারে এটাকে রক্ষা করতে। পাশাপাশি সুরক্ষিত রাখতে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।’
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো নজরুল ইসলাম বলেন, চারপাশে প্রতিনিয়ত হাট বসে। কয়েকবার স্থানীয়দের সচেতন করা হয়েছে। তাঁরা শুনছেন না। কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। শিগগির সড়ক বড় হচ্ছে। এটা ভাঙা পড়বে। এটাকে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের পাশে পরবর্তী সময়ে স্থাপন করার কথা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের চার লেনে উন্নীত করতে সড়ক ও জনপথ থেকে জমি অধিগ্রহণের পর তা ভেঙে ফেলার জন্য চিঠি পাঠানো হয়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪