Ajker Patrika

৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১২: ১০
৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বিশ্বনাথ উপজেলার আলোচিত ব্যবসায়ী সায়মন হত্যা মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে এনাম উদ্দিন, তাঁর এক সহযোগী ও সায়মনের তিন বন্ধুকে অভিযুক্ত করা হয়।

সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বনাথ থানার উপপরিদর্শক অরূপ সাগর গুপ্ত কমল।

অভিযুক্তরা হলেন একই গ্রামের মনোহর আলীর ছেলে এনাম উদ্দিন (২৩), সহযোগী মোস্তাব আলীর ছেলে তাহিদ আলী (২৪), আব্দুল মছব্বিরের ছেলে সায়মনের বন্ধু আফজাল হোসেন লায়েক (১৯), মৃত তাহির উল্লাহর ছেলে ফয়েজ আহমদ (২৩) এবং তোরাব আলীর ছেলে তারেক আহমদ (২০)। এ ছাড়া মামলায় গ্রেপ্তার একই গ্রামের মৃত মনা উল্লাহর ছেলে উস্তার আলীকে (৬৫) অব্যাহতি দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০ মার্চ রাত ১০টার দিকে উপজেলা পরিষদ সড়ক এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ইমরান আহমদ সায়মন (২৪)। তিনি পৌরসভার জানাইয়া দক্ষিণ মশুলা গ্রামের মছলন্দর আলীর ছেলে। এ ঘটনায় তাঁর বড় ভাই ময়নুল ইসলাম সুমন পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলায় লায়েক, ফয়েজ ও তারেককে গ্রেপ্তার করা হলেও আত্মগোপনে চলে যান এনাম ও সহযোগী তাহিদ। তবে কয়েক দিন পর গ্রেপ্তার হন দুজনই। পরে এনামের দেওয়া স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত