Ajker Patrika

টিকার আওতায় আসছে ৫-১১ বছর বয়সীরাও

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২২, ১১: ২০
টিকার আওতায় আসছে   ৫-১১ বছর বয়সীরাও

করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে মিঠাপুকুরে এবার ১২ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য বিদ্যালয়ের প্রধানদের ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের তালিকা তৈরি করতে বলা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। দেশে বর্তমানে ১২ বছর বা তার ঊর্ধ্বের ব্যক্তিদের টিকাদান চলছে।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেবুল হোসেন বলেন, সরকার ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। উপজেলায় তাদের টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য তিনি সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের শ্রেণি অনুযায়ী শিক্ষার্থীদের তালিকা তৈরি করার আহ্বান জানিয়েছেন।

এদিকে রংপুরের ৭১ দশমিক ২৭ শতাংশ বাসিন্দা টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন। আর দুই ডোজ টিকা পেয়েছেন ৫১ দশমিক ৭৭ শতাংশ ব্যক্তি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় মোট জনসংখ্যা ৩৪ লাখ ৭ হাজার ৩৫৪ জন। তাঁদের মধ্যে ১২ বছর থেকে তার ঊর্ধ্বে ২৪ লাখ ২৮ হাজার ৫২৫ জনকে প্রথম এবং ১৭ লাখ ৬৩ হাজার ৯২৮ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা চিকিৎসক এম এ হালিম লাবলু জানান, ১২ থেকে ১৭ বছর বয়সী ৩ লাখ ৪১ হাজার ৬১০ জন প্রথম এবং ২ লাখ ৬৯ হাজার ৫৫০ জন দ্বিতীয় ডোজ নিয়েছে। আর ১৮ বছর ও এর বেশি বয়সী ২০ লাখ ৮৬ হাজার ৯১৫ জন এক এবং ১৪ লাখ ৬৯হাজার ২৮৬ জন দুই ডোজ টিকা পেয়েছেন।

জেলায় বর্তমানে গণটিকা দেওয়া বন্ধ রয়েছে। তবে দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া চলমান আছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে গত মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত রংপুরে করোনায় মোট ২৭৭ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ১৫৪ জন মারা গেছেন সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া সদরে চার, বদরগঞ্জে ১১, গঙ্গাচড়ায় সাত, তারাগঞ্জে পাঁচ, পীরগাছায় ১৮, পীরগঞ্জে ৪১, কাউনিয়ায় ছয় ও মিঠাপুকুরে ৩১ জনের মৃত্যু হয়। মৃত্যুর হার ১ দশমিক ৮৫ শতাংশ।

জেলায় মোট ৬৯ হাজার ৪৭০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ হাজার ৯৫৩ জনের পজিটিভ পাওয়া যায়। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৭৯৭ জন। এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৩২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত