Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় ১৯ প্রার্থীকে অর্থদণ্ড

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৯
ব্রাহ্মণপাড়ায় ১৯ প্রার্থীকে অর্থদণ্ড

ব্রাহ্মণপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীসহ ১৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের থেকে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত শনিবার ও রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা।

দণ্ডিতরা হলেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. মোস্তফা কামাল সরকার ও স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন, ইউপি সদস্য প্রার্থী জয়নাল হোসেন জানু, মো. হারুন মিয়া, মো. সেলিম ফকির, মো. শাহিন সরকার, ইউপি সদস্য প্রার্থী মো. কামাল উদ্দিন, নাছির উদ্দিন। সংরক্ষিত সদস্য প্রার্থী রুজিনা আক্তার ও চান্দলা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুস সাত্তার ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. মানিক মিয়া।

এ ছাড়াও ব্রাহ্মণপাড়া সদর ইউপিতে সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর মিছিল করার অপরাধে মো. মোতালেব নামের এক ব্যক্তি, ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. শাহ জালাল ও ইউপি সদস্য প্রার্থী মো. সোহেল ভূঁইয়াকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৯ প্রার্থীকে জরিমানা করা হয়েছে। পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কাছ থেকে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর ব্রাহ্মণপাড়ার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৮ জন এবং ইউপি সদস্য পদে ৩১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

ভারতের ওপর শুল্ক আরও ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করলেন ট্রাম্প

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত