Ajker Patrika

মায়ের লাশও উদ্ধার ভাসছিল এক বিলে

জামালপুর প্রতিনিধি
মায়ের লাশও উদ্ধার ভাসছিল এক বিলে

জামালপুরে মেয়ে কাজলী আক্তারের লাশ উদ্ধারের দুই দিন পর মা জোসনা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বড়ই খাল থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

এই জোড়া খুনের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাজলী আক্তার ও জোসনা বেগম নান্দিনা নয়াপাড়া বাদামবাড়ি গ্রামের মোস্তফা কামালের মেয়ে ও স্ত্রী।

পুলিশ ও কাজলীর বাবা মোস্তফা কামাল জানান, তাঁর মেয়ে কাজলী আক্তার ও স্ত্রী জোসনা বেগম গত শনিবার বিকেলে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তাঁরা আর বাড়ি ফেরেননি। পরে রোববার সকালে রানাগাছা এলাকার একটি বাঁশঝাড় থেকে কাজলী আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে সোমবার সন্ধ্যায় বড়ই বিলে এক নারীর লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত