Ajker Patrika

কম দামে গরু বিক্রির হিড়িক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৩: ৪১
কম দামে গরু বিক্রির হিড়িক

দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাত রোগে গরু মারা যাওয়ার ঘটনায় কম দামে গরু বিক্রি করছেন খামারিরা।

অন্যদিকে প্রতিনিয়তই আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গরু। ইতিমধ্যে প্রায় ২৮টি গরু মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

শুরুতে প্রাণিসম্পদ কর্মকর্তাদের অনীহা থাকলেও এখন নড়ে চড়ে উঠেছেন তাঁরা। এ ছাড়া বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

তিনি বলেন, ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরেজমিনে দেখা যায়, আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর, সূর্যপাড়া গ্রাম এবং বেতদীঘি ইউনিয়নের নন্দলালপুর, মহেশপুর গ্রামের আবাদি জমির মাঝখানে ফুলবাড়ী-মাদিলাহাট সড়কের পাশে পাকড়ডাঙ্গা স্থানে নির্মাণ করা হয় একটি ব্যাটারি কারখানা। এর আশপাশের জমিতে কারখানার বর্জ্যের বিষ ক্রিয়াযুক্ত সিসা ছড়িয়ে পড়া ওই জমির ঘাস-খড় খেয়ে মৃত্যু ঘটে গরুগুলোর।

এলাকায় গরু মারা যাওয়ার ঘটনাটি ছড়িয়ে পড়লে তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া হয় কারখানাটি। তবে ওই স্থানে এখনো ছড়িয়ে রয়েছে ব্যাটারির বিষাক্ত বর্জ্যসহ ঝাঁজালো গন্ধ।

বাসুদেবপুর গ্রামের বাদশা হোসেন জানান, নিজের গরুসহ আশপাশের গ্রামের এ পর্যন্ত প্রায় ২৮টি গরু মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার তিন মাসের বাছুর রেখে মারা যায় একটি গাভি। সেই আতঙ্কে তিনি বাকি দুটো গরু বিক্রি করে দিয়েছেন। গোয়াল এখন গরুশূন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত