আজকের পত্রিকা ডেস্ক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় এক ইজিবাইকের তিন আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া চার জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা: বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাইবান্ধার-নাকাইহাট সড়কের বড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে চালক আশরাফুল (৩৫) নিহত ও চার যাত্রী আহত হন। আশরাফুল কুমারগাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে। আহত যাত্রীদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার মারা যান। তাঁরা হলেন কুমারগাড়ি গ্রামের আব্দুস ছাত্তার মিয়ার ছেলে সবুজ মিয়া ও পলাশবাড়ী উপজেলার হরিণাবাড়ী গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে মো. মোত্তালিব (৫২)। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ভটভটি আটক করা হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বরিশাল: গৌরনদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে এক আরোহী নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বেজহার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আরোহীর নাম সেলিম রেজা (৩৮)। তিনি যশোরের মনিরামপুর উপজেলার হার্ডওয়্যার ব্যবসায়ী।
নোয়াখালী: চাটখিলে ট্রাকচাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভীমপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরিফ হোসেন (২০)। তিনি বদলকোট ইউনিয়নের হীরাপুর গ্রামের মো. আলীর ছেলে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
লক্ষ্মীপুর: কমলনগরে অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপকূল সরকারি কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স প্রায় ৬৫ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি।
নেত্রকোনা: বারহাট্টায় বালুবাহী ট্রাক্টরের চাপায় অন্তর মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে। অন্তর সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মাছিমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় এক ইজিবাইকের তিন আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া চার জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা: বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাইবান্ধার-নাকাইহাট সড়কের বড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে চালক আশরাফুল (৩৫) নিহত ও চার যাত্রী আহত হন। আশরাফুল কুমারগাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে। আহত যাত্রীদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার মারা যান। তাঁরা হলেন কুমারগাড়ি গ্রামের আব্দুস ছাত্তার মিয়ার ছেলে সবুজ মিয়া ও পলাশবাড়ী উপজেলার হরিণাবাড়ী গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে মো. মোত্তালিব (৫২)। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ভটভটি আটক করা হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বরিশাল: গৌরনদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে এক আরোহী নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বেজহার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আরোহীর নাম সেলিম রেজা (৩৮)। তিনি যশোরের মনিরামপুর উপজেলার হার্ডওয়্যার ব্যবসায়ী।
নোয়াখালী: চাটখিলে ট্রাকচাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভীমপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরিফ হোসেন (২০)। তিনি বদলকোট ইউনিয়নের হীরাপুর গ্রামের মো. আলীর ছেলে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
লক্ষ্মীপুর: কমলনগরে অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপকূল সরকারি কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স প্রায় ৬৫ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি।
নেত্রকোনা: বারহাট্টায় বালুবাহী ট্রাক্টরের চাপায় অন্তর মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে। অন্তর সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মাছিমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
৪ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪