Ajker Patrika

ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সভা

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১১: ০৩
ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সভা

বরিশালের বাবুগঞ্জে ৫ নম্বর রহমতপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র নাইমুল হোসেন লিটু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রিয়াজ বাবু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম মিঠু, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃধা মো. আক্তার উজ জামান মিলন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান হাওলাদার, মো. নজরুল ইসলাম হাওলাদার, আব্দুল মতিন রাঢ়ী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন রাঢ়ী, সহসাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম পিন্টু প্রমুখ।

এ ছাড়া বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মকিতুর রহমান কিসলুসহ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারাও সভায় উপস্থিত ছিলেন। এতে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে একযোগে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত