Ajker Patrika

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত চারজন

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১১: ০৫
জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত চারজন

বরিশালের বাবুগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। গত শুক্রবার সকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার দিন রাতেই ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের নূরুল হকের পৈতৃক সম্পত্তি নিয়ে একই এলাকার মৃত ফজলু হাওলাদারের স্ত্রী রাবেয়ার বেগমের সঙ্গে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে নূরুল হক তার পৈতৃক জমিতে কলাই ডালের বীজ ফেলে বাড়ি ফেরার পথে রাবেয়া বেগমের লোকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নূরুল হককে মারধর শুরু করে। নূরুল হকের চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসলে প্রতিপক্ষরা তাদের পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় আ. মালেক হাওলাদার (৯০), মোছা. নাছিমা বেগমকে (৪৫) উদ্ধার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপর আহত কমলা বেগম (২৮), মো. ইউনুস হাওলাদার (৪৫) মো. ইউসুফ হাওলাদারকে (৫০) প্রাথমিক চিকিৎসা চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় অভিযুক্ত রাবেয়া বেগমের বক্তব্য পাওয়া যায়নি।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত