Ajker Patrika

বইপড়া উৎসব উদ্বোধন ২১ ডিসেম্বর

সিলেট সংবাদদাতা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১০: ৫৮
বইপড়া উৎসব উদ্বোধন ২১ ডিসেম্বর

সিলেটে জেলা পরিষদ-ইনোভেটর বইপড়া উৎসব ২১ ডিসেম্বর উদ্বোধন করা হবে। এই উৎসবের এবারের প্রতিপাদ্য ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়! এসো পাঠ করি বিকৃতির তমসা থেকে আবিষ্কার করি স্বাধীনতার ইতিহাস’। ওই দিন বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠান উদ্বোধন হবে।

আয়োজকেরা জানান, চলতি আসরের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। এ বছর দুটি বিভাগে প্রায় ১ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছে। তাঁদের মধ্যে সিলেট মহানগর, জেলা, বিভিন্ন উপজেলা এমনকি সিলেট বিভাগের বাইরের শিক্ষার্থীও রয়েছেন। এ বছরই প্রথম অনলাইনে রেজিস্ট্রেশন সুবিধা চালু ছিল। ফলে আগ্রহী সবাই অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

উদ্বোধনের দিন আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে মুক্তিযুদ্ধের বই তুলে দেওয়া হবে। বইপড়া উৎসবে নিবন্ধন করা শিক্ষার্থীদের নির্ধারিত তারিখে যথাসময়ে অনুষ্ঠানস্থলে এসে বই নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ইনোভেটরের নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব বলেন, ২১ ডিসেম্বরের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি কার্যক্রম চলছে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানার এ উৎসবে অংশ নিতে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তাঁরা সাগ্রহে অপেক্ষা করছে বই নেওয়ার জন্য। ইনোভেটরের পক্ষ থেকে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতের জন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে যোগাযোগ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশে যা আছে

ইয়ামাল কি তাহলে এভাবেই হারিয়ে যাবেন

বিএনপি নেতার ব্যানার টানানো নিয়ে গোলাগুলি, যুবদল কর্মী নিহত

ইতিহাসের ‘সবচেয়ে শক্তিশালী’ ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে জ্যামাইকায়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সন্ধ্যা থেকে বন্ধ থাকবে নির্বাচন ভবনের আশপাশের ব্যবসা কার্যক্রম

এলাকার খবর
Loading...