রামু (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলার প্রত্যন্ত গ্রাম রাজারকুলে নির্মিত হচ্ছে ২৫ লাখ টাকা ব্যয়ে বেসরকারি গণগ্রন্থাগার। ১০ হাজারের অধিক জনসংখ্যার এ রাজারকুলে বই পড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চার বছর ধরে কাজ করছে জ্ঞানান্বেষণ পাঠাগার।
জানা গেছে, ২০১৭ সালের এপ্রিলে ছোট্ট একটি দোকানঘরে এ গ্রামে জ্ঞানান্বেষণ পাঠাগারের যাত্রা শুরু।
২০১৮ সালে বেসরকারি পাঠাগার হিসেবে নিবন্ধন পায় এটি। বর্তমানে ৪ হাজারের অধিক বই ও ১০০ জনের বেশি নিয়মিত পাঠক রয়েছে পাঠাগারটিতে।
সম্প্রতি পুরোনো পাঠাগার ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে স্থানীয় এক বাসিন্দার দানকৃত ১০ শতক জমিতে ১ হাজার ৪০ বর্গফুটের ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। ভবনটি দোতলা হবে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, জ্ঞানান্বেষণ পাঠাগার ভবনের নির্মাণকাজ চলছে। প্রকৌশলী উদয়ন বড়ুয়া জয়দ্বীপ বলেন, ভবনের নির্মাণকাজ সম্পন্ন করতে আনুমানিক ২৫ লাখ টাকা ব্যয় হবে।
জ্ঞানান্বেষণ পাঠাগারের সভাপতি অসীম বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার জানামতে চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি আধুনিক গণগ্রন্থাগার হবে জ্ঞানান্বেষণ পাঠাগার। এখন কেউ বই পড়তে চায় না, তাই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছাত্র-ছাত্রীদের লাইব্রেরিমুখী করতে আমাদের এই প্রচেষ্টা। ভিন্ন আঙ্গিকে প্রি-প্রাইমারি ও আধুনিক কম্পিউটার ল্যাব করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রামের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণের পরিকল্পনা আমাদের রয়েছে।’
হাজি এম এ কালাম সরকারি কলেজের অধ্যাপক নীলোৎপল বড়ুয়া বলেন, ‘বই পড়া থেকে শিশু-কিশোরেরা এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। এই কঠিন সময়ে জ্ঞানান্বেষণ পাঠাগার শিশু-কিশোরদের আবার বই পড়ার প্রতি আগ্রহ তৈরির ক্ষেত্রে নব বিপ্লব ঘটাচ্ছে। তাদের কাজ সত্যিই প্রশংসার দাবিদার। আমি শুনেছি টাকার অভাবে ভবন পুনর্নির্মাণের কাজ এখনো শেষ হয়নি।’
জ্ঞানান্বেষণ পাঠাগারের প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুল মান্নান বলেন, ‘ভবন পুনর্নির্মাণের কাজ শুরু করতে গিয়ে গত এক বছর পাঠাগারের কার্যক্রম কমে এসেছে। এখন আমাদের কোনো ভবন নেই। গ্রামের মানুষদের চাঁদা ও অল্প কিছু সরকারি অনুদানে পাঠাগারের কার্যক্রম চলে। জ্ঞানান্বেষণ পাঠাগারের ভবন নির্মাণে সবার সহযোগিতা কামনা করছি।’
কক্সবাজারের রামু উপজেলার প্রত্যন্ত গ্রাম রাজারকুলে নির্মিত হচ্ছে ২৫ লাখ টাকা ব্যয়ে বেসরকারি গণগ্রন্থাগার। ১০ হাজারের অধিক জনসংখ্যার এ রাজারকুলে বই পড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চার বছর ধরে কাজ করছে জ্ঞানান্বেষণ পাঠাগার।
জানা গেছে, ২০১৭ সালের এপ্রিলে ছোট্ট একটি দোকানঘরে এ গ্রামে জ্ঞানান্বেষণ পাঠাগারের যাত্রা শুরু।
২০১৮ সালে বেসরকারি পাঠাগার হিসেবে নিবন্ধন পায় এটি। বর্তমানে ৪ হাজারের অধিক বই ও ১০০ জনের বেশি নিয়মিত পাঠক রয়েছে পাঠাগারটিতে।
সম্প্রতি পুরোনো পাঠাগার ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে স্থানীয় এক বাসিন্দার দানকৃত ১০ শতক জমিতে ১ হাজার ৪০ বর্গফুটের ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। ভবনটি দোতলা হবে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, জ্ঞানান্বেষণ পাঠাগার ভবনের নির্মাণকাজ চলছে। প্রকৌশলী উদয়ন বড়ুয়া জয়দ্বীপ বলেন, ভবনের নির্মাণকাজ সম্পন্ন করতে আনুমানিক ২৫ লাখ টাকা ব্যয় হবে।
জ্ঞানান্বেষণ পাঠাগারের সভাপতি অসীম বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার জানামতে চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি আধুনিক গণগ্রন্থাগার হবে জ্ঞানান্বেষণ পাঠাগার। এখন কেউ বই পড়তে চায় না, তাই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছাত্র-ছাত্রীদের লাইব্রেরিমুখী করতে আমাদের এই প্রচেষ্টা। ভিন্ন আঙ্গিকে প্রি-প্রাইমারি ও আধুনিক কম্পিউটার ল্যাব করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রামের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণের পরিকল্পনা আমাদের রয়েছে।’
হাজি এম এ কালাম সরকারি কলেজের অধ্যাপক নীলোৎপল বড়ুয়া বলেন, ‘বই পড়া থেকে শিশু-কিশোরেরা এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। এই কঠিন সময়ে জ্ঞানান্বেষণ পাঠাগার শিশু-কিশোরদের আবার বই পড়ার প্রতি আগ্রহ তৈরির ক্ষেত্রে নব বিপ্লব ঘটাচ্ছে। তাদের কাজ সত্যিই প্রশংসার দাবিদার। আমি শুনেছি টাকার অভাবে ভবন পুনর্নির্মাণের কাজ এখনো শেষ হয়নি।’
জ্ঞানান্বেষণ পাঠাগারের প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুল মান্নান বলেন, ‘ভবন পুনর্নির্মাণের কাজ শুরু করতে গিয়ে গত এক বছর পাঠাগারের কার্যক্রম কমে এসেছে। এখন আমাদের কোনো ভবন নেই। গ্রামের মানুষদের চাঁদা ও অল্প কিছু সরকারি অনুদানে পাঠাগারের কার্যক্রম চলে। জ্ঞানান্বেষণ পাঠাগারের ভবন নির্মাণে সবার সহযোগিতা কামনা করছি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫