Ajker Patrika

নায়কের জন্য ঘর ছাড়ল রুমঝুম

নায়কের জন্য ঘর ছাড়ল রুমঝুম

ভূমি ব্যান্ডের ‘ফাগুনের মোহনায়, মন মাতানো মহুয়ায়’ গানটি আরও একবার মনে করিয়ে দিল সান বাংলার নতুন ধারাবাহিক। গানটির লাইন থেকেই শব্দ নিয়ে সিরিয়ালের নাম রাখা হয়েছে ‘ফাগুনের মোহনা’। সান বাংলায় সোমবার থেকে শুরু হয়েছে এ সিরিয়ালের প্রচার। প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ সেন ও অ্যানমেরি টম। এক সফল ও অহংকারী সুপারস্টার আয়ুষ ও গ্রামের এক সাধারণ মেয়ে রুমঝুমকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘ফাগুনের মোহনা’।

মালিনী নামের এক অভিনেত্রীর আত্মহত্যার ঘটনায় শুটিং সেট থেকে গ্রেপ্তার হয় সুপারস্টার আয়ুষ। খবরটি শুনে ভীষণ ভেঙে পড়ে রুমঝুম। আয়ুষের গুণমুগ্ধ ভক্ত সে। রুমঝুম গ্রামে থাকে। আয়ুষের বিপদ শুনে ব্যাগ গুছিয়ে রওনা হয় শহরের দিকে। যে করেই হোক প্রিয় নায়কের এই বিপদের দিনে সে পাশে দাঁড়াবে। আয়ুষের সঙ্গে কীভাবে তার দেখা হবে? সহজ-সরল মেয়ে রুমঝুম কি পারবে প্রিয় নায়ককে সাহায্য করতে? এ প্রশ্ন সামনে রেখেই এগিয়ে যাচ্ছে ধারাবাহিকের গল্প।

‘ফাগুনের মোহনা’ ধারাবাহিকটি পরিচালনা করছেন ভিক্টর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুদীপ পাল। সিরিয়ালটির শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন তিমির বিশ্বাস ও ইমন চক্রবর্তী। সিদ্ধার্থ ও অ্যানমেরি ছাড়াও এতে অভিনয়ে রয়েছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, তুলিকা বসু, চান্দ্রেয়ী ঘোষ, সাগ্নিক চট্টোপাধ্যায়, পিয়ালী বসু, লেখা চট্টোপাধ্যায়, কল্যাণী মণ্ডল, অনামিকা চক্রবর্তী, অরিত্র দত্ত, সুমিত সমদ্দার, কাঞ্চনা মৈত্র, সঞ্জীব সরকারের মতো টালিউডের জনপ্রিয় শিল্পীরা।

ভূমি ব্যান্ডের ‘ফাগুনের মোহনায়, মন মাতানো মহুয়ায়’ গানটি আরও একবার মনে করিয়ে দিল সান বাংলার নতুন ধারাবাহিক। গানটির লাইন থেকেই শব্দ নিয়ে সিরিয়ালের নাম রাখা হয়েছে ‘ফাগুনের মোহনা’। সান বাংলায় সোমবার থেকে শুরু হয়েছে এ সিরিয়ালের প্রচার। প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ সেন ও অ্যানমেরি টম। এক সফল ও অহংকারী সুপারস্টার আয়ুষ ও গ্রামের এক সাধারণ মেয়ে রুমঝুমকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘ফাগুনের মোহনা’।

মালিনী নামের এক অভিনেত্রীর আত্মহত্যার ঘটনায় শুটিং সেট থেকে গ্রেপ্তার হয় সুপারস্টার আয়ুষ। খবরটি শুনে ভীষণ ভেঙে পড়ে রুমঝুম। আয়ুষের গুণমুগ্ধ ভক্ত সে। রুমঝুম গ্রামে থাকে। আয়ুষের বিপদ শুনে ব্যাগ গুছিয়ে রওনা হয় শহরের দিকে। যে করেই হোক প্রিয় নায়কের এই বিপদের দিনে সে পাশে দাঁড়াবে। আয়ুষের সঙ্গে কীভাবে তার দেখা হবে? সহজ-সরল মেয়ে রুমঝুম কি পারবে প্রিয় নায়ককে সাহায্য করতে? এ প্রশ্ন সামনে রেখেই এগিয়ে যাচ্ছে ধারাবাহিকের গল্প।

‘ফাগুনের মোহনা’ ধারাবাহিকটি পরিচালনা করছেন ভিক্টর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুদীপ পাল। সিরিয়ালটির শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন তিমির বিশ্বাস ও ইমন চক্রবর্তী। সিদ্ধার্থ ও অ্যানমেরি ছাড়াও এতে অভিনয়ে রয়েছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, তুলিকা বসু, চান্দ্রেয়ী ঘোষ, সাগ্নিক চট্টোপাধ্যায়, পিয়ালী বসু, লেখা চট্টোপাধ্যায়, কল্যাণী মণ্ডল, অনামিকা চক্রবর্তী, অরিত্র দত্ত, সুমিত সমদ্দার, কাঞ্চনা মৈত্র, সঞ্জীব সরকারের মতো টালিউডের জনপ্রিয় শিল্পীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত