Ajker Patrika

এক সপ্তাহে ৬ বাড়িতে আটবার আগুন

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৩: ১৬
এক সপ্তাহে ৬ বাড়িতে  আটবার আগুন

যশোরের মনিরামপুরের রাজগঞ্জে একটি গ্রামে মানুষের মধ্যে আগুন আতঙ্ক দেখা দিয়েছে। হঠাৎ অদৃশ্যভাবে বিচালি ও খড়ির (লাকড়ি) গাদায় আগুন লেগে যাওয়ায় এ আতঙ্ক দেখা দিয়েছে।

গত এক সপ্তাহে মোবারকপুর গ্রামের একটি পাড়ায় ছয় বাড়িতে আটবার আগুন লাগার ঘটনায় বিস্মিত এলাকাবাসী। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার আগুন লেগেছে চার বাড়িতে।

স্থানীয়রা বলছেন, গত শনিবার থেকে হঠাৎ হঠাৎ যেখানে-সেখানে আগুন ধরে যাচ্ছে। আর ঘটনাগুলো ঘটছে সকাল থেকে সন্ধ্যার মধ্যে লোকজনের সামনে। হঠাৎ আগুন আর ধোঁয়া দেখা গেলেও আশপাশে কাউকে দেখা যায় না। আগুনে বড় ধরনের কোনো ক্ষতি হচ্ছে না। বাড়ির লোকজনই নিভিয়ে ফেলতে পারছেন।

মূলত অদৃশ্যভাবে আগুন লাগার ঘটনা শুরু হয় গত শনিবার সন্ধ্যায় মোবারকপুর গ্রামের খান পাড়ার রমজান আলী খানের খড়ির ও বিচালির গাদায় আগুন লাগা দিয়ে।

মোবারকপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আমজাদ হোসেন বলেন, ‘গত এক সপ্তাহে আমাদের বাড়ি সাতবার আর পাশের একজনের বাড়ি একবার আগুন লেগেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত