সিলেট সংবাদদাতা
সরকারি অফিসসমূহে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হওয়া ব্যক্তিদের কথা শোনা, সমস্যা সমাধান এবং স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সিলেটে গণশুনানির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রোববার কবি নজরুল অডিটোরিয়ামে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সেবা পেতে হয়রানির শিকার ব্যক্তিরা অভিযোগের পাহাড় নিয়ে হাজির হন। এর মধ্যে সিটি করপোরেশন, পাসপোর্ট অফিস, বিআরটিএ, ওসমানী হাসপাতালসহ সিলেটের ৩২টি প্রতিষ্ঠানকে আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকা হয়। শুনানিতে এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয় দুদক।
গণশুনানিতে অংশ নেওয়া মো. আদিল হোসেন নামে এক ব্যক্তি অভিযোগ করেন, প্রায় তিন মাস আগে তিনি বড় ভাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদ্রোগ বিভাগে ভর্তি করান। সরকারি হাসপাতালে ভর্তি করালেও রোগীর চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা বেসরকারি হাসপাতাল থেকে করাতে হয়। পাশাপাশি তিনি নিজেও সেখানে দাঁতের ডাক্তার দেখান। ডাক্তার দাঁতের এক্স-রে করাতে বললে হাতপাতালের মেশিন নষ্ট থাকায় বাইরে থেকে করাতে হয়। এ ছাড়া বহির্বিভাগে ওষুধ আনতে গিয়ে দেখেন, এক ব্যক্তি ১২ থেকে ১৪টি স্লিপ জমা দিয়ে বিপুল পরিমাণ ওষুধ একসঙ্গে নিয়ে যায়।
বিআরটিএ অফিসে হয়রানির শিকার নাসু আহমেদ চৌধুরী বলেন, ‘গত বছর ২২ জানুয়ারি আমি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য আবেদন করি। কিন্তু ১ বছর ধরে স্মার্ট কার্ড দিচ্ছে না কর্তৃপক্ষ।
এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করেন মাইদুল ইসলাম চৌধুরী নামে জনৈক ব্যক্তি। তিনি বলেন, তিনি ২০১৮ সালে মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করেন। এরপর সঠিক নিয়ম অনুসরণ করে সব কাজ সম্পন্ন করলেও আজ পর্যন্ত তাঁর এই মালিকানা পরিবর্তনের তথ্য লোকাল সার্ভারে আপডেট করা হয়নি।
সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
সরকারি অফিসসমূহে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হওয়া ব্যক্তিদের কথা শোনা, সমস্যা সমাধান এবং স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সিলেটে গণশুনানির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রোববার কবি নজরুল অডিটোরিয়ামে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সেবা পেতে হয়রানির শিকার ব্যক্তিরা অভিযোগের পাহাড় নিয়ে হাজির হন। এর মধ্যে সিটি করপোরেশন, পাসপোর্ট অফিস, বিআরটিএ, ওসমানী হাসপাতালসহ সিলেটের ৩২টি প্রতিষ্ঠানকে আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকা হয়। শুনানিতে এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয় দুদক।
গণশুনানিতে অংশ নেওয়া মো. আদিল হোসেন নামে এক ব্যক্তি অভিযোগ করেন, প্রায় তিন মাস আগে তিনি বড় ভাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদ্রোগ বিভাগে ভর্তি করান। সরকারি হাসপাতালে ভর্তি করালেও রোগীর চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা বেসরকারি হাসপাতাল থেকে করাতে হয়। পাশাপাশি তিনি নিজেও সেখানে দাঁতের ডাক্তার দেখান। ডাক্তার দাঁতের এক্স-রে করাতে বললে হাতপাতালের মেশিন নষ্ট থাকায় বাইরে থেকে করাতে হয়। এ ছাড়া বহির্বিভাগে ওষুধ আনতে গিয়ে দেখেন, এক ব্যক্তি ১২ থেকে ১৪টি স্লিপ জমা দিয়ে বিপুল পরিমাণ ওষুধ একসঙ্গে নিয়ে যায়।
বিআরটিএ অফিসে হয়রানির শিকার নাসু আহমেদ চৌধুরী বলেন, ‘গত বছর ২২ জানুয়ারি আমি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য আবেদন করি। কিন্তু ১ বছর ধরে স্মার্ট কার্ড দিচ্ছে না কর্তৃপক্ষ।
এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করেন মাইদুল ইসলাম চৌধুরী নামে জনৈক ব্যক্তি। তিনি বলেন, তিনি ২০১৮ সালে মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করেন। এরপর সঠিক নিয়ম অনুসরণ করে সব কাজ সম্পন্ন করলেও আজ পর্যন্ত তাঁর এই মালিকানা পরিবর্তনের তথ্য লোকাল সার্ভারে আপডেট করা হয়নি।
সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫