Ajker Patrika

অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত বিউটির

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ৩০
অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত বিউটির

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি অনিশ্চয়তায় পড়েছেন মেধাবী বিউটি রানী। তাঁর স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে টাকা। কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বামনা ছড়া গ্রামের রঞ্জিত চন্দ্র শীলের মেয়ে বিউটি।

খোঁজ নিয়ে জানা যায়, বিউটির বাবা রঞ্জিত চন্দ্র শীল সেলুনে কাজ করেন। সামান্য আয় দিয়েই চলে সংসার। জুম্মাহাট গার্লস স্কুল থেকে ২০১৭ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন বিউটি। ২০১৯ সালে উমানন্দ স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ৬৭ পান। পরে বেরোবির ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় ১৮২ তম স্থান দখল করেন বিউটি। কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে ভর্তি হওয়া নিয়ে চিন্তায় পড়েছে বিউটির পুরো পরিবার।

কথা হলে বিউটি রানী জানান, পাঁচ ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। ধার দেনা করে কিছুদিন আগে বড় দুই বোনের বিয়ে দেওয়া হয়েছে। ছোট দুই ভাই-বোন স্কুলে পড়ে। পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হতে চান বিউটি। কিন্তু দারিদ্র্যই এখন তাঁর সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিউটি রানীর বাবা রঞ্জিত চন্দ্র শীল বলেন, ‘অনেক কষ্ট করে মেয়ের পড়াশোনার খরচ চালিয়েছি। কিন্তু এখন টাকার অভাবে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে পারছি না।’ মেয়ের উচ্চশিক্ষার জন্য সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সাহায্য সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে উমানন্দ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মিনহাজুল ইসলাম বলেন, ‘সমাজের বিত্তবান মানুষজন পাশে দাঁড়ালে বিউটি অনেক দূর এগিয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত