Ajker Patrika

চরাঞ্চলে কম খরচে আখের ভালো ফলন, লাভের আশা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১২: ০৯
চরাঞ্চলে কম খরচে আখের ভালো ফলন, লাভের আশা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের বুকে জেগে ওঠা চরে বাড়ছে আখ চাষ। এবার কম খরচ আর স্বল্প পরিশ্রমে ভালো ফলন পাওয়ায় কৃষকেরা কাঙ্ক্ষিত লাভের আশা দেখতে পাচ্ছেন।

সম্প্রতি চরে গিয়ে দেখা গেছে, এ বছর আখের ব্যাপক চাষ হয়েছে। কৃষকদের অনেকে শেষ সময়ে খেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবার কেউ কেউ আখ কেটে বিক্রি করা শুরু করেছেন।

চাষিরা জানান, অন্য ফসলের চেয়ে আখ চাষে লাভ বেশি হয়। প্রতি বিঘা জমিতে চাষ করতে ২২ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। ফসল বিক্রি করা যায় ৬৫ থেকে ৭০ হাজার টাকার। পাইকারেরা খেত থেকেই আখ কিনে নিয়ে যাচ্ছেন। প্রতিটি আখ ৮ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে।

আখচাষি আব্দুস ছামাদ বলেন, ‘এক বিঘা ৪ শতাংশ জমিতে আখ চাষ করেছি। এতে প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। ফলন বেশ ভালো। পাইকার ওই জমির আখের দাম ৫০ হাজার টাকা বলেছেন।’

ফেরদৌস নামের আরেক চাষি জানান, তিনি দেড় বিঘা জমিতে আখ চাষ করেছি। প্রতি বিঘা জমির ফসল ৭০ হাজার টাকার ওপরে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, চলতি মৌসুমে ভূরুঙ্গামারীতে ৭ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। চরাঞ্চলের মাটি আখ চাষের উপযোগী হওয়ায় সেখানে এই চাষ বেড়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকেরা এতে দিন দিন আগ্রহী হচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত