নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হচ্ছে। আজ শনিবার আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শেষে তুহিনকে এ নোটিশ পাঠানো হবে। তবে তুহিনের দাবি, সেদিন তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেননি। যুব মহিলা লীগের সম্মেলন সামনে রেখে ষড়যন্ত্রমূলকভাবে তাঁর বিরুদ্ধে এসব করা হচ্ছে।
তবে কেন্দ্রীয় কয়েকজন নেত্রী জানান, নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় কমিটির পর অন্যান্য ইউনিট শ্রদ্ধা নিবেদন করে। ওই দিন কেন্দ্রীয় কমিটির আগেই ঢাকা উত্তরের ব্যানার নিয়ে তুহিন ফুল দিতে যান। বারবার বলার পরও তিনি সরেননি। বরং কেন্দ্রীয় নেত্রীদের ওপর হামলা চালান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজকের শোভাযাত্রা সম্পর্কিত বৈঠকে ওই দিনের ঘটনা নিয়ে আলোচনা হয়। সেদিন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক লীগের নেতারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিষয়টি অবগত করেন। পরে নেতারা এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এ ব্যাপারে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো প্রস্তাব করিনি। সেদিনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হচ্ছে। আজ শনিবার আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শেষে তুহিনকে এ নোটিশ পাঠানো হবে। তবে তুহিনের দাবি, সেদিন তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেননি। যুব মহিলা লীগের সম্মেলন সামনে রেখে ষড়যন্ত্রমূলকভাবে তাঁর বিরুদ্ধে এসব করা হচ্ছে।
তবে কেন্দ্রীয় কয়েকজন নেত্রী জানান, নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় কমিটির পর অন্যান্য ইউনিট শ্রদ্ধা নিবেদন করে। ওই দিন কেন্দ্রীয় কমিটির আগেই ঢাকা উত্তরের ব্যানার নিয়ে তুহিন ফুল দিতে যান। বারবার বলার পরও তিনি সরেননি। বরং কেন্দ্রীয় নেত্রীদের ওপর হামলা চালান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজকের শোভাযাত্রা সম্পর্কিত বৈঠকে ওই দিনের ঘটনা নিয়ে আলোচনা হয়। সেদিন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক লীগের নেতারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিষয়টি অবগত করেন। পরে নেতারা এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এ ব্যাপারে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো প্রস্তাব করিনি। সেদিনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৮ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪