Ajker Patrika

৩৩৩ নম্বরে কল করে খাদ্য পেলেন ১৩০ জন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭: ১২
৩৩৩ নম্বরে কল করে খাদ্য পেলেন ১৩০ জন

নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ এ কল দেওয়া অসহায়দের মাঝে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিভিন্ন এলাকার ১৩০টি পরিবারের হাতে এ মানবিক সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। খাদ্যসামগ্রী পেয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউএনও রাজীব-উল-আহসান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। জেলা প্রশাসনের অনলাইনে আরও আবেদন জমা পড়েছে। সেগুলো যাচাই-বাঁচাই করে প্রকৃত কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে প্রায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত