Ajker Patrika

চৌগাছায় পেঁয়াজের কেজি ১৫ টাকা

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৪: ৩৪
Thumbnail image

যশোরের চৌগাছায় পাইকারি বাজারে পেঁয়াজের কেজি ১৫ থেকে ১৮ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল শুক্রবার বাজার ঘুরে এই তথ্য জানা গেছে।

১৫ টাকার ওপরে দাম না পেয়ে গত বুধবার মুক্তার আলী নামে এক চাষি পাইকারি দোকানে পেঁয়াজ ফেলে যান। শুক্রবার তিনি সেই পেঁয়াজ ১৬ টাকা কেজি দরে বিক্রি করেন।

সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের পাইকারি বাজারে মুকুল হোসেনের পাইকারি দোকানের সামনে গত বুধবা আশাহত হয়ে বসে থাকতে দেখা গিয়েছিল পাঁচবাড়িয়া গ্রামের চাষি মুক্তার আলীকে। তিনি সে সময় বলেছিলেন, ‘নয় কাঠা জমিতে পেঁয়াজ চাষ করেছিলাম। ১০ মণ পেঁয়াজ হয়েছে। সবগুলো বিক্রি করতে এনেছি। ১৫ টাকা দর কেজি বলায় বিক্রি না করে বসে আছি। এই দামে বিক্রি করব না। প্রয়োজনে হাটের পাশের কপোতাক্ষ নদে ফেলে দেব।’

পরে ওই পেঁয়াজ তিনি সেদিন মুকুলের দোকানে ফেলে রেখে যান। তবে শুক্রবারও তিনি ১৬ টাকা কেজি দরে সেই পেঁয়াজ বিক্রি করেন বলে পাইকারি ব্যবসায়ী মুকুল হোসেন নিশ্চিত করেছেন।

মুকুল হোসেন বলেন, বাজারে এই মুহূর্তে পেঁয়াজের দার একেবারেই কম। প্রতিকেজি ১৫ থেকে ১৮ টাকার মধ্যে পেঁয়াজ বেচা-কেনা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত