Ajker Patrika

অগ্নিদগ্ধের ৬ দিন পর নারীর মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ২৬
অগ্নিদগ্ধের ৬ দিন পর নারীর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রান্না করতে গিয়ে পুড়ে যাওয়া খোদেজা বানু (৫৫) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। খোদেজা বানু কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া গ্রামের বাসিন্দা।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার রান্না করার সময় অসাবধানতাবশত খোদেজার কাপড়ে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো শরীরে। এ সময় তাঁর চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসেন। পরে আগুন নেভানো হলেও ঝলসে যায় তাঁর শরীরের অনেক অংশ। দ্রুত চিকিৎসার জন্য ২৫০ শয্যার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে তাঁকে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ছয় দিন পর তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত