Ajker Patrika

তেলের দাম কমানোর দাবিতে অনশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ আগস্ট ২০২২, ১১: ৩২
তেলের দাম কমানোর দাবিতে অনশন

জ্বালানি তেলের দাম ৮০ টাকার নিচে নামিয়ে আনার দাবিতে পাঁচ দিন ধরে অনশন করছেন আল আমিন নামের এক কলেজ শিক্ষার্থী।

১৬ আগস্ট থেকে তিনি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করছেন। আল আমিন মিরপুর বাঙলা কলেজের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়।

গতকাল শনিবার গিয়ে দেখা যায়, অনশনের প্রায় ১০০ ঘণ্টা পার করে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

আজকের পত্রিকাকে আল আমিন বলেন, ‘রাষ্ট্রের কল্যাণের কথা বিবেচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তেলের দাম সমন্বয় করে লিটারপ্রতি ৮০ টাকার নিচে নামিয়ে আনতে হবে। প্রয়োজনে জনগণের করের টাকা থেকে ভর্তুকি দিতে হবে। জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য জ্বালানি খাত থেকে লাভের চিন্তা বাদ দিতে হবে।’

আল আমিন বলেন, ‘করোনার পরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে। এর প্রভাবও সবকিছুতেই পড়েছে। আগামী ১০ বছরেও এই প্রভাব মেটানো হয়তো সম্ভব না। সার-কীটনাশকের দাম বেড়ে যাচ্ছে। এসব সংকট মোকাবিলা করতে আমাদের মেধাশক্তিকে আরও শক্তিশালী করতে হবে। রাষ্ট্রে এত ব্রিজ, কালভার্ট এখন প্রয়োজন নেই। এগুলো আরও ১০ বছর পরেও করা যাবে।’

আল আমিন বলেন, তেলের দাম না কমা পর্যন্ত আমি অনশন ভাঙব না। এতে মৃত্য়ু হলে দায় সরকারকেই নিতে হবে।

আল আমিন বলেন, ‘আমার মৃত্যু-পরবর্তী সময়ে ছাত্রসমাজের প্রতিবাদী দাবানলে সরকারের সব খুঁটি নিমেষেই পুড়ে শ্রীলঙ্কা কিংবা ইরাকের মতো ছাই হয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত