Ajker Patrika

মাদক বহনের দায়ে এক বছরের কারাদণ্ড

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৯: ২১
মাদক বহনের দায়ে এক বছরের কারাদণ্ড

ব্রাহ্মণপাড়ায় গাঁজা বহনের অপরাধে একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপর অভিযানে চোরাচালানের বিভিন্ন পণ্য ট্রেনে ওঠানোর সময় এবং ইয়াবা বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়। গত সোমবার উপজেলার শশীদল রেলস্টেশন ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নন্দীপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, বিজিবি শশীদল বিওপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কুমিল্লা জেলা শাখা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার শশীদল রেলস্টেশনে ১০০ গ্রাম গাঁজাসহ জাহাংগীর আলম (৩০) নামের এক ব্যক্তি আটক করা হয়। এ সময় তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে শশীদল রেলস্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে চোরাচালানের বিভিন্ন পণ্য ওঠানোর সময় খোরশেদ আলম নামের একজনকে আটক করা হয়। এ সময় আটক হওয়া খোরশেদ আলমের কাছ থেকে ১৫০ প্যাকেট গুঁড়ো দুধ, ৯০ প্যাকেট ল্যাক্টোজেন, ২০ প্যাকেট হরলিকস, ৬০ বোতল ন্যাচারাল কোকোনাট ওয়েল জব্দ করা হয়। এসব ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে।

পরে একই দিন বিকেলে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে আবদুল মতিন খসরু মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে ৪০টি ইয়াবা বড়িসহ আটক করা হয়।

আটক হওয়া খোরশেদ আলম ও আবুর হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ‘শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই ব্যাগ হাতে ছুটে যান চোরাচালানকারীর দল। তাঁরা ট্রেনে চোরাই পণ্য তুলে দেন। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত