Ajker Patrika

ঝুঁকিপূর্ণ সাঁকোয় যাতায়াত

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৩
Thumbnail image

বরিশালের আগৈলঝাড়ায় বাঁশ-কাঠের ঝুঁকিপূর্ণ সাঁকো নিয়ে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। যে কোনো সময় সাঁকো ভেঙে দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা মডেল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সুজনকাঠি গ্রামে এ বাঁশ-কাঠের ঝুঁকিপূর্ণ সাঁকোটির অবস্থান। আগৈলঝাড়া-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত এই সাঁকোটি দিয়ে এলাকার কয়েক শ মানুষের যাতায়াত।

এলাকার লোকজন নিজস্ব অর্থায়নে ওই ঝুঁকিপূর্ণ সাঁকোটি বাঁশ-কাঠ দিয়ে মেরামত করে চলাচল করছেন বলে জানা গেছে। একটি নতুন সেতু নির্মাণের জন্য একাধিকবার স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং এলজিইডি বিভাগকে জানানোর পরও কবে নাগাদ এই সাঁকোটি একটি পাকা সেতুতে রূপান্তরিত হবে তা নিয়ে সংশয়ে আছেন তাঁরা।

রাস্তার দক্ষিণ পাশের ফকির বাড়ি, দাড়িয়া বাড়ি, সরদার বাড়ি, মোল্লা বাড়িসহ এলাকার ছাত্র-ছাত্রীরা তাদের স্কুল, কলেজ এবং সাধারণ জনগণের আগৈলঝাড়া উপজেলাতে যাতায়াতে পেরোতে হয় সাঁকোটি। কৃষি মৌসুমে উত্তর ও দক্ষিণাঞ্চলের কয়েক শ একর জমির ফসল আনা নেওয়াতে সমস্যা হচ্ছে এই ভাঙা সাঁকোর কারণে।

ওই এলাকার ভ্যান চালক শাহিন ফকির, সেলিম ফকির জানান, সাঁকোর ওপরের বাঁশগুলো নষ্ট হয়ে গেছে। এটি যেকোনো সময় ধসে পরে দুর্ঘটনায় পড়তে পারেন সাঁকো দিয়ে চলাচলকারীরা।

সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার, আয়শা আক্তার বলেন, ‘আমরা প্রতিদিন ঝুঁকি নিয়েই নড়বড়ে এই সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত করছি। কখন বই খাতা নিয়ে নিচে পরে যাই। আমরা চাই, এখানে দ্রুত একটি পাকা সেতু তৈরি করা হোক।’

এলাকাবাসী অনতিবিলম্বে এই ভাঙা সাঁকোটির স্থানে যাতে একটি পাকা সেতু নির্মাণ হয় সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

গৈলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল হোসেন বলেন, ‘সমস্যাটি দীর্ঘ দিনের হলেও সেতু তৈরি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছি, তবে আশা করি খুব শিগগিরই সেখানে একটি সেতু তৈরি করা হবে।’

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি’র উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, ‘গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের জন্য যে সাঁকোটি রয়েছে তার অবস্থা বেহাল। বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের জন্য প্রকল্প তৈরি করা হচ্ছে। বরাদ্দ পেলেই দ্রুত এর নির্মাণকাজ শুরু করা হবে বলে আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত