Ajker Patrika

শিকারির ফাঁদ থেকে উদ্ধার পেল ২০ বক

সিংড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৬: ৩৬
শিকারির ফাঁদ থেকে উদ্ধার পেল ২০ বক

নাটোরের সিংড়ায় চলনবিলের কলিগ্রাম ও শালিখা এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে বক দিয়ে বক ধরার সময় পাঁচ পাখি শিকারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় ও মুচলেকা নেওয়া হয়েছে। আটকদের কাছ থেকে ২০টি বক উদ্ধার করে অবমুক্ত করা হয়। এ সময় ২১টি কিল্লা ঘর ধ্বংস করা হয়েছে।

অভিযান চালিয়ে কলিগ্রামের পাঁচ পাখি শিকারিকে আটক করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ভোরে চলনবিলের কলিগ্রাম ও শালিখা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিলের ধানখেতে কলা ও খেজুরপাতার কিল্লাঘর থেকে পাঁচজন পাখি শিকারিসহ ২০টি বক পাখি উদ্ধার করা হয়। পরে শিকারিকে সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রকিবুল হাসানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সবার কাছ থেকে মুচলেকা ও তিনজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...