দুর্বার গতিতে ছুটে চলেছে শাহরুখ ও দীপিকা অভিনীত ‘পাঠান’। এরই মধ্যে বিশ্বব্যাপী সিনেমার আয় ছাড়িয়েছে ১ হাজার কোটি রুপি। তবে মুক্তির আগে বয়কট ট্রেন্ডের কারণে সিনেমাটি নিয়ে শঙ্কায় ছিলেন অনেকে। বিশেষ করে ‘বেশরম রং’ গান ও নায়িকা দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি নিয়ে। কিন্তু সে সময় একেবারে চুপ ছিলেন দীপিকা।
সিনেমা মুক্তির এক মাস পরে সেই প্রসঙ্গে মুখ খুললেন এ অভিনেত্রী। দীপিকা মনে করেন সে সময় তিনি যে কথাই বলতেন তাতে বিতর্ক আরও বেড়ে যেত। আরও জানিয়েছেন সে পরিস্থিতিতে কীভাবে সামলেছিলেন নিজেকে। দীপিকা বলেন, ‘আমি ও শাহরুখ যে পরিবারে বড় হয়েছি, সেখানে আমরা শুধু পরিশ্রম, মন দিয়ে কাজ করা আর বিনম্র হওয়া শিখেছি। এই বিষয়গুলোই আমাদের এখানে এনে দাঁড় করিয়েছে। কিছু বিষয় অভিজ্ঞতা থেকে এসেছে, পরিণত করেছে। তা ছাড়া, আমরা দুজনেই অ্যাথলেট ছিলাম। সংযম শিখতে খেলা খুবই সাহায্য করে।’
দীপিকা এখন ব্যস্ত ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিংয়ে। দক্ষিণী পরিচালক নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমায় দীপিকার পাশাপাশি অভিনয় করছেন অমিতাভ বচ্চন, প্রভাসের মতো তারকারা। জানা গেছে, দুই ভাগে নির্মাণ হচ্ছে ‘প্রজেক্ট কে’। সিনেমার প্রথম পর্ব আগামী বছরের এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা। এ ছাড়া ‘ফাইটার’ সিনেমায় হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন দীপিকা।
দুর্বার গতিতে ছুটে চলেছে শাহরুখ ও দীপিকা অভিনীত ‘পাঠান’। এরই মধ্যে বিশ্বব্যাপী সিনেমার আয় ছাড়িয়েছে ১ হাজার কোটি রুপি। তবে মুক্তির আগে বয়কট ট্রেন্ডের কারণে সিনেমাটি নিয়ে শঙ্কায় ছিলেন অনেকে। বিশেষ করে ‘বেশরম রং’ গান ও নায়িকা দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি নিয়ে। কিন্তু সে সময় একেবারে চুপ ছিলেন দীপিকা।
সিনেমা মুক্তির এক মাস পরে সেই প্রসঙ্গে মুখ খুললেন এ অভিনেত্রী। দীপিকা মনে করেন সে সময় তিনি যে কথাই বলতেন তাতে বিতর্ক আরও বেড়ে যেত। আরও জানিয়েছেন সে পরিস্থিতিতে কীভাবে সামলেছিলেন নিজেকে। দীপিকা বলেন, ‘আমি ও শাহরুখ যে পরিবারে বড় হয়েছি, সেখানে আমরা শুধু পরিশ্রম, মন দিয়ে কাজ করা আর বিনম্র হওয়া শিখেছি। এই বিষয়গুলোই আমাদের এখানে এনে দাঁড় করিয়েছে। কিছু বিষয় অভিজ্ঞতা থেকে এসেছে, পরিণত করেছে। তা ছাড়া, আমরা দুজনেই অ্যাথলেট ছিলাম। সংযম শিখতে খেলা খুবই সাহায্য করে।’
দীপিকা এখন ব্যস্ত ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিংয়ে। দক্ষিণী পরিচালক নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমায় দীপিকার পাশাপাশি অভিনয় করছেন অমিতাভ বচ্চন, প্রভাসের মতো তারকারা। জানা গেছে, দুই ভাগে নির্মাণ হচ্ছে ‘প্রজেক্ট কে’। সিনেমার প্রথম পর্ব আগামী বছরের এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা। এ ছাড়া ‘ফাইটার’ সিনেমায় হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন দীপিকা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪