Ajker Patrika

গেটস কেমব্রিজ স্কলারশিপ ২০২২

মুসাররাত আবির
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৮: ৪১
গেটস কেমব্রিজ স্কলারশিপ ২০২২

গেটস কেমব্রিজ বৃত্তি বিশ্বের সর্বাধিক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তির মধ্যে একটি। যুক্তরাজ্য বাদে বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থীদের জন্য এটা উন্মুক্ত। দক্ষ ও সুযোগ্য ভবিষ্যৎ বিশ্বনেতৃত্ব তৈরি করার লক্ষ্যে ২০০০ সালের অক্টোবর মাসে গেটস কেমব্রিজ স্কলারশিপ প্রোগ্রাম চালু করা হয়।

এ স্কলারশিপের সব খরচ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বহন করে। এই ফাউন্ডেশন যুক্তরাজ্যে মাস্টার ডিগ্রি প্রোগ্রাম ও পিএইচডি ডিগ্রি প্রোগ্রামের জন্য সম্পূর্ণ খরচ বহন করে থাকে। প্রতিবছর ৮০টি বৃত্তি দেওয়া হয়। বৃত্তির প্রায় দুই-তৃতীয়াংশ পিএইচডি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকে। যুক্তরাষ্ট্রের জন্য প্রায় ২৫টি এবং বাকি অন্যান্য দেশের জন্য ৫৫টি বৃত্তি।

সুযোগ-সুবিধা

  • বিশ্ববিদ্যালয়ের টিউশন ও সেমিস্টার ফি
  • মেইন্টেন্যান্স অ্যালাউন্স বার্ষিক ১৭,৫০০ পাউন্ড।
  • ফেরত টিকিট ও বিমান ভাড়া
  • ইনবাউন্ড ভিসা খরচ
  • স্বাস্থ্য ভাতা
  • একাডেমিক উন্নয়ন তহবিল–কোর্সের সময়সীমার ওপর ভিত্তি করে ৫০০ থেকে ২০০০ পাউন্ড পর্যন্ত দেওয়া হয়।
  • কনফারেন্স ও কোর্স ফি
  • ফ্যামিলি অ্যালাউন্স: প্রথম সন্তানের জন্য ১০,১২০ পাউন্ড এবং দ্বিতীয় সন্তানের জন্য আরও ৪,৩২০ পাউন্ড পর্যন্ত দেওয়া হবে।
  • রক্ষণাবেক্ষণ ভাতা
  • ফিল্ডওয়ার্ক
  • সংকটকালীন তহবিল
  • মাতৃত্ব বা পিতৃত্বকালীন তহবিল। ছয় মাস পর্যন্ত আপনার পড়াশোনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আবেদন করতে পারেন এবং আপনার রক্ষণাবেক্ষণ ভাতা নিতে পারেন।

এই বৃত্তির আওতায় যে কোর্স করা যাবে

১ বছরের পোস্টগ্র্যাজুয়েট, পিএইচডি, এমএসসি/এমলিট ইত্যাদি।

বৃত্তির আওতাধীন নয়

যেকোনো আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি, এমবিএ, ফিন্যান্সে স্নাতকোত্তর, পিজিসিই, ক্লিনিক্যাল স্টাডিজ, ৬ বছরের খণ্ডকালীন ডক্টর অব মেডিসিন ডিগ্রি, মেডিসিনে স্নাতক কোর্স, খণ্ডকালীন ডিগ্রি, নন-ডিগ্রি কোর্সের জন্য এই বৃত্তি প্রযোজ্য নয়।

যা যা প্রয়োজন

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • ২টি একাডেমিক রেফারেন্স
  • ১টি ব্যক্তিগত রেফারেন্স
  • প্রযোজ্য ক্ষেত্রে রিসার্চ প্রোপোজাল
  • আইইএলটিএস অথবা অন্য কোনো ইংরেজি ভাষা দক্ষতার সনদ।

বিস্তারিত জানতে (https://www.gatescambridge.org/programme/the-scholarship/)

আবেদনের শেষ সময় 

৬ জানুয়ারি, ২০২২।

সূত্র: গেটস কেমব্রিজ স্কলারশিপ-এর ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত