Ajker Patrika

সড়কের ওপর থেকে বাজার উচ্ছেদ

দোহার প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০: ৪৪
সড়কের ওপর থেকে বাজার উচ্ছেদ

দোহারের কুসুমহাটি ইউনিয়নে কার্তিকপুর মৈনট আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে মাছ বাজার অপসারণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন এ বাজার অপসারণ করে এবং বাজারের নির্ধারিত স্থানে বসতে নির্দেশ দেওয়া হয়।

বাজার অপসারণ ও এ নির্দেশনা দেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি। অভিযানে তাঁকে সহায়তা করে পুলিশ ও আনসার বাহিনী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি বলেন, ‘আঞ্চলিক মহাসড়কের ওপর এভাবে বাজার বসায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়ে আসছিল। সাধারণ পথচারীদের সঙ্গে সঙ্গে যান চলাচলেও সমস্যা হচ্ছিল। যেহেতু বাজারে নির্ধারিত স্থান আছে, তাই তাঁদের সড়কের ওপর থেকে সরে নির্ধারিত স্থানে গিয়ে বাজার বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।’

বাজারটি উচ্ছেদ করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

উল্লেখ্য, যে স্থানে বাজার বসানো হয়েছিল সেখানে আঞ্চলিক মহা সড়কের চৌরাস্তার মোড়। সেইসঙ্গে সেখানে মৈনট থেকে ঢাকাগামী বাসস্ট্যান্ড রয়েছে। প্রতিদিন সকালে মৈনট ঘাটে মাছ কিনতে বিভিন্ন এলাকা থেকে পাইকার ও খুচরা ক্রেতা বিক্রেতারা আসেন। চলাচল করে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা পণ্যবাহী ট্রাক।

বাজার বসার কারণে সকালে এই সড়কের ওপর জটলা সৃষ্টি হয়। সড়কের ওপর পথচারী ও ক্রেতাদের ভিড় হওয়ায় সড়ক দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছিল অনেক গুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত