Ajker Patrika

৩-০ গোলে জয় পেল বন্ধুমহল একাদশ

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৮: ৩৪
৩-০ গোলে জয় পেল বন্ধুমহল একাদশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় বাহেরচর যুব সমাজের আয়োজনে বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রাহুত কাঠি ফুটবল একাদশ ও উত্তর বাহেরচর ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার নির্ধারিত সময়ের মধ্যে উত্তর বাহেরচর ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে বন্ধুমহল একাদশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।

দেহেরগতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান শিকদারের সভাপতিত্বে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. রশিদ মোল্লা, বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এইচএম আবু সুফিয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাসুম রেজা প্রমুখ।

খেলা উপভোগ করতে আসা অহিদুর রহমান অহিদ বলেন, ‘দীর্ঘ দিন পরে এ রকম গ্রাম পর্যায়ে একটি খেলার আয়োজন করায় খেলার আয়োজন কমিটির সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’

ছাব্বির হোসেন বড় মিয়া বলেন, ‘স্কুল-কলেজ বন্ধ থাকায় অনেক দিন পরে ফুটবল খেলার আয়োজন করায় ফুটবল প্রেমীদের ভিড় জমে যায়। স্কুলমাঠে প্রায় ৩ হাজার লোক সমাগম হয়েছে। শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্তি থেকে ফিরিয়ে আনতে এ রকম খেলার আয়োজন করা দরকার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত