সম্পাদকীয়
আলবার্ট আইনস্টাইনের নাম শুনলেই মনে হয়, আবিষ্কারের নেশায় মগ্ন এক মানুষ তিনি। বিজ্ঞান ছাড়া আর কোনো দিকেই বুঝি নজর নেই তাঁর। কিন্তু মূলত তাঁর জীবনে এত বেশি হাস্যকর ঘটনা ঘটেছে, যার বর্ণনা দেওয়া হলে তাঁকে একজন আত্মভোলা মানুষ বলে মনে হতে পারে।
অনেকেই জানেন, চার্লি চ্যাপলিনের সিনেমা খুব প্রিয় ছিল আইনস্টাইনের। তিনি চ্যাপলিনের ছবিগুলো রীতিমতো গিলতেন। তো একবার ‘গোল্ড রাশ’ ছবিটি দেখার পর আইনস্টাইন চার্লি চ্যাপলিনকে চিঠি লিখলেন, ‘আপনার সিনেমা “গোল্ড রাশ” পৃথিবীর সবার ভালো লেগেছে, আপনি একজন মহান মানুষ হিসেবে পরিগণিত হবেন।’
উত্তরে চার্লি চ্যাপলিন লিখলেন, ‘আপনার আপেক্ষিকতা তত্ত্ব কেউ বোঝে না, অথচ তা দিয়েই আপনি এরই মধ্যে মহান ব্যক্তিতে পরিণত হয়েছেন।’ রসিকতায় চার্লিকে ছাপিয়ে যাওয়া যাবে না, সে তো জানা কথা। কিন্তু আইনস্টাইনের ক্লাসে যদি শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন আসে, ‘কীভাবে বড় বড় আবিষ্কারগুলো করা হয়?’
আইনস্টাইন মুহূর্তমাত্র না ভেবে বলবেন, ‘খুব সহজ কথা। সবাই জানে, এই বিষয়ে নতুন কিছুই করা যাবে না। কিন্তু হঠাৎ করে কোনো এক উন্মাদের জন্ম হয়, যে জানে না যে এই বিষয়ে কিছু করা যাবে না। সে সেটা জানে না বলেই আবিষ্কারটা করে ফেলে।’
একজন নতুন শিক্ষকের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল আইনস্টাইনের। তিনি তাঁকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে বললেন, ‘আজ সন্ধ্যায় চলে আসুন। আমার বাড়িতে আজ অধ্যাপক স্টিমসন আসবেন।’
অবাক হয়ে ভদ্রলোক বললেন, ‘আরে আমিই তো স্টিমসন!’
‘তাতে কিছু আসে যায় না। স্টিমসন আসুক আর না–ই আসুক, আপনি আসবেন!’
এক সুন্দরী রমণী আইনস্টাইনকে বললেন, ‘আপনি কিন্তু আমাকে ফোন করবেন। আমার ফোন নম্বর হলো ৩৬–৩৬১–১৪৪। কী মনে থাকবে তো?’
আইনস্টাইন জবাব দিলেন, ‘থাকবে।’
‘বলুন তো, আমার ফোন নম্বর কত?’
খানিক ভেবে আইনস্টাইন বললেন, ‘মনে আছে। তিন ডজন, ১৯ আর ১২ স্কয়্যার।’
সূত্র: ইজব্রান্নোয়ে ডট কম
আলবার্ট আইনস্টাইনের নাম শুনলেই মনে হয়, আবিষ্কারের নেশায় মগ্ন এক মানুষ তিনি। বিজ্ঞান ছাড়া আর কোনো দিকেই বুঝি নজর নেই তাঁর। কিন্তু মূলত তাঁর জীবনে এত বেশি হাস্যকর ঘটনা ঘটেছে, যার বর্ণনা দেওয়া হলে তাঁকে একজন আত্মভোলা মানুষ বলে মনে হতে পারে।
অনেকেই জানেন, চার্লি চ্যাপলিনের সিনেমা খুব প্রিয় ছিল আইনস্টাইনের। তিনি চ্যাপলিনের ছবিগুলো রীতিমতো গিলতেন। তো একবার ‘গোল্ড রাশ’ ছবিটি দেখার পর আইনস্টাইন চার্লি চ্যাপলিনকে চিঠি লিখলেন, ‘আপনার সিনেমা “গোল্ড রাশ” পৃথিবীর সবার ভালো লেগেছে, আপনি একজন মহান মানুষ হিসেবে পরিগণিত হবেন।’
উত্তরে চার্লি চ্যাপলিন লিখলেন, ‘আপনার আপেক্ষিকতা তত্ত্ব কেউ বোঝে না, অথচ তা দিয়েই আপনি এরই মধ্যে মহান ব্যক্তিতে পরিণত হয়েছেন।’ রসিকতায় চার্লিকে ছাপিয়ে যাওয়া যাবে না, সে তো জানা কথা। কিন্তু আইনস্টাইনের ক্লাসে যদি শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন আসে, ‘কীভাবে বড় বড় আবিষ্কারগুলো করা হয়?’
আইনস্টাইন মুহূর্তমাত্র না ভেবে বলবেন, ‘খুব সহজ কথা। সবাই জানে, এই বিষয়ে নতুন কিছুই করা যাবে না। কিন্তু হঠাৎ করে কোনো এক উন্মাদের জন্ম হয়, যে জানে না যে এই বিষয়ে কিছু করা যাবে না। সে সেটা জানে না বলেই আবিষ্কারটা করে ফেলে।’
একজন নতুন শিক্ষকের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল আইনস্টাইনের। তিনি তাঁকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে বললেন, ‘আজ সন্ধ্যায় চলে আসুন। আমার বাড়িতে আজ অধ্যাপক স্টিমসন আসবেন।’
অবাক হয়ে ভদ্রলোক বললেন, ‘আরে আমিই তো স্টিমসন!’
‘তাতে কিছু আসে যায় না। স্টিমসন আসুক আর না–ই আসুক, আপনি আসবেন!’
এক সুন্দরী রমণী আইনস্টাইনকে বললেন, ‘আপনি কিন্তু আমাকে ফোন করবেন। আমার ফোন নম্বর হলো ৩৬–৩৬১–১৪৪। কী মনে থাকবে তো?’
আইনস্টাইন জবাব দিলেন, ‘থাকবে।’
‘বলুন তো, আমার ফোন নম্বর কত?’
খানিক ভেবে আইনস্টাইন বললেন, ‘মনে আছে। তিন ডজন, ১৯ আর ১২ স্কয়্যার।’
সূত্র: ইজব্রান্নোয়ে ডট কম
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫