পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের অধীনে এসব রাস্তা সংস্কার হচ্ছে। এতে গ্রামীণ কাঁচা রাস্তাগুলো সংস্কারের পাশাপাশি উপকৃত হচ্ছেন দুই হাজারেরও বেশি অতিদরিদ্র মানুষ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২১-২২ অর্থবছরে (প্রথম পর্যায়) অতিদরিদ্রদের জন্য কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৩৮টি গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার হচ্ছে। প্রতিটি রাস্তাকে একটি প্রকল্প ধরা হয়েছে। জাঙালিয়া, চরফরাদী, এগারসিন্দুর, বুরুদিয়া, পাটুয়াভাঙা, নারান্দী, হোসেন্দী, চণ্ডীপাশা ও সুখিয়া ইউনিয়নের ২ হাজার ১৪৪ জন অতিদরিদ্র মানুষকে বাছাই করা হয়েছে। যাঁরা দৈনিক ৪০০ টাকা মজুরিতে ৪০ দিন এসব রাস্তায় কাজ করবেন। প্রতি শ্রমিক মোট ১৬ হাজার টাকা আয় করার সুযোগ পেয়েছেন। প্রতি সপ্তাহে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মজুরি পরিশোধ করা হবে। এতে গ্রামীণ কাঁচা রাস্তাগুলো যেমন চলাচলের উপযোগী হবে, তেমনি অতিদরিদ্র মানুষগুলো আয় করার সুযোগ পেয়েছেন। ইউনিয়ন পরিষদের মাধ্যম যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাঁদের নির্বাচিত করা হয়েছে। এই কর্মসূচি সুষ্ঠু ও স্বচ্ছভাবে যেন সম্পন্ন হয়, সে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন।
সরেজমিন উপজেলার বেশ কয়েকটি গ্রামীণ কাঁচা রাস্তা ঘুরে দেখা গেছে, প্রতিদিনই কাজ করছেন শ্রমিকেরা। মাটি ফেলে রাস্তাগুলোর গর্ত ও দেবে যাওয়া অংশ সংস্কার করা হচ্ছে। এসব কাজে যাতে কোনো ধরনের ফাঁকি দেওয়া না হয়, সে জন্য হাজিরা নিশ্চিতসহ কাজ তদারকি করছেন সংশ্লিষ্টরা।
কয়েকজন পথচারী বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টি আর শুকনোর সময় ধুলোর কারণে গ্রামীণ এসব রাস্তা দিয়ে চলাফেরা করা কষ্টকর। সরকারি প্রকল্পের আওতায় এসব রাস্তায় মাটি ফেলে সংস্কার করা হচ্ছে। এতে চলাফেরায় কষ্ট কমবে।
উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান হামদু বলেন, এই ইউনিয়নে ১০৭ জন অতিদরিদ্র মানুষ ৪০ দিন কাজ করার সুযোগ পেয়েছেন। তাঁরা প্রত্যেকে প্রতিদিন ৪০০ টাকা করে ৪০ দিনে ১৬ হাজার টাকা আয় করবেন। এই কর্মসূচির আওতায় ওই সব পরিবার ঘুরে দাঁড়াতে পারবেন। পাশাপাশি কাঁচা মাটির রাস্তাও চলাচলের উপযোগী হবে।
মেনু মিয়া নামের একজন উপকারভোগী বলেন, ‘এই প্রকল্পের আওতায় কাজ করার সুযোগ পাওয়ায় আমার বেশ উপকার হয়েছে। ৪০ দিন কাজ করে যে টাকা পাব তা দিয়ে সংসারে কিছুটা সচ্ছলতা আসবে।’
অনুফা খাতুন নামে আরেক উপকারভোগী বলেন, ‘এ কাজের সুযোগ পেয়ে বেশ উপকার হয়েছে আমার। পরিবারের খরচ মিটানোর পাশাপাশি ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধ করতে আর সমস্যা হবে না।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রওশন করিম বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৩৮টি গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার হচ্ছে। এতে মোট ২ হাজার ১৪৪ অতিদরিদ্র মানুষের কাজের সুযোগ হয়েছে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এই প্রকল্পের আওতায় প্রত্যন্ত এলাকার গ্রামীণ রাস্তাগুলো চলাচলের উপযোগী করা হচ্ছে। পাশাপাশি অতিদরিদ্র মানুষ আয় করতে পারছেন। সব প্রক্রিয়াই স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের অধীনে এসব রাস্তা সংস্কার হচ্ছে। এতে গ্রামীণ কাঁচা রাস্তাগুলো সংস্কারের পাশাপাশি উপকৃত হচ্ছেন দুই হাজারেরও বেশি অতিদরিদ্র মানুষ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২১-২২ অর্থবছরে (প্রথম পর্যায়) অতিদরিদ্রদের জন্য কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৩৮টি গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার হচ্ছে। প্রতিটি রাস্তাকে একটি প্রকল্প ধরা হয়েছে। জাঙালিয়া, চরফরাদী, এগারসিন্দুর, বুরুদিয়া, পাটুয়াভাঙা, নারান্দী, হোসেন্দী, চণ্ডীপাশা ও সুখিয়া ইউনিয়নের ২ হাজার ১৪৪ জন অতিদরিদ্র মানুষকে বাছাই করা হয়েছে। যাঁরা দৈনিক ৪০০ টাকা মজুরিতে ৪০ দিন এসব রাস্তায় কাজ করবেন। প্রতি শ্রমিক মোট ১৬ হাজার টাকা আয় করার সুযোগ পেয়েছেন। প্রতি সপ্তাহে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মজুরি পরিশোধ করা হবে। এতে গ্রামীণ কাঁচা রাস্তাগুলো যেমন চলাচলের উপযোগী হবে, তেমনি অতিদরিদ্র মানুষগুলো আয় করার সুযোগ পেয়েছেন। ইউনিয়ন পরিষদের মাধ্যম যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাঁদের নির্বাচিত করা হয়েছে। এই কর্মসূচি সুষ্ঠু ও স্বচ্ছভাবে যেন সম্পন্ন হয়, সে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন।
সরেজমিন উপজেলার বেশ কয়েকটি গ্রামীণ কাঁচা রাস্তা ঘুরে দেখা গেছে, প্রতিদিনই কাজ করছেন শ্রমিকেরা। মাটি ফেলে রাস্তাগুলোর গর্ত ও দেবে যাওয়া অংশ সংস্কার করা হচ্ছে। এসব কাজে যাতে কোনো ধরনের ফাঁকি দেওয়া না হয়, সে জন্য হাজিরা নিশ্চিতসহ কাজ তদারকি করছেন সংশ্লিষ্টরা।
কয়েকজন পথচারী বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টি আর শুকনোর সময় ধুলোর কারণে গ্রামীণ এসব রাস্তা দিয়ে চলাফেরা করা কষ্টকর। সরকারি প্রকল্পের আওতায় এসব রাস্তায় মাটি ফেলে সংস্কার করা হচ্ছে। এতে চলাফেরায় কষ্ট কমবে।
উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান হামদু বলেন, এই ইউনিয়নে ১০৭ জন অতিদরিদ্র মানুষ ৪০ দিন কাজ করার সুযোগ পেয়েছেন। তাঁরা প্রত্যেকে প্রতিদিন ৪০০ টাকা করে ৪০ দিনে ১৬ হাজার টাকা আয় করবেন। এই কর্মসূচির আওতায় ওই সব পরিবার ঘুরে দাঁড়াতে পারবেন। পাশাপাশি কাঁচা মাটির রাস্তাও চলাচলের উপযোগী হবে।
মেনু মিয়া নামের একজন উপকারভোগী বলেন, ‘এই প্রকল্পের আওতায় কাজ করার সুযোগ পাওয়ায় আমার বেশ উপকার হয়েছে। ৪০ দিন কাজ করে যে টাকা পাব তা দিয়ে সংসারে কিছুটা সচ্ছলতা আসবে।’
অনুফা খাতুন নামে আরেক উপকারভোগী বলেন, ‘এ কাজের সুযোগ পেয়ে বেশ উপকার হয়েছে আমার। পরিবারের খরচ মিটানোর পাশাপাশি ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধ করতে আর সমস্যা হবে না।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রওশন করিম বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৩৮টি গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার হচ্ছে। এতে মোট ২ হাজার ১৪৪ অতিদরিদ্র মানুষের কাজের সুযোগ হয়েছে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এই প্রকল্পের আওতায় প্রত্যন্ত এলাকার গ্রামীণ রাস্তাগুলো চলাচলের উপযোগী করা হচ্ছে। পাশাপাশি অতিদরিদ্র মানুষ আয় করতে পারছেন। সব প্রক্রিয়াই স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৯ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪