Ajker Patrika

রাস্তার সংস্কার জোগাচ্ছে জীবিকা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৪: ১৪
রাস্তার সংস্কার জোগাচ্ছে জীবিকা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের অধীনে এসব রাস্তা সংস্কার হচ্ছে। এতে গ্রামীণ কাঁচা রাস্তাগুলো সংস্কারের পাশাপাশি উপকৃত হচ্ছেন দুই হাজারেরও বেশি অতিদরিদ্র মানুষ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২১-২২ অর্থবছরে (প্রথম পর্যায়) অতিদরিদ্রদের জন্য কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৩৮টি গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার হচ্ছে। প্রতিটি রাস্তাকে একটি প্রকল্প ধরা হয়েছে। জাঙালিয়া, চরফরাদী, এগারসিন্দুর, বুরুদিয়া, পাটুয়াভাঙা, নারান্দী, হোসেন্দী, চণ্ডীপাশা ও সুখিয়া ইউনিয়নের ২ হাজার ১৪৪ জন অতিদরিদ্র মানুষকে বাছাই করা হয়েছে। যাঁরা দৈনিক ৪০০ টাকা মজুরিতে ৪০ দিন এসব রাস্তায় কাজ করবেন। প্রতি শ্রমিক মোট ১৬ হাজার টাকা আয় করার সুযোগ পেয়েছেন। প্রতি সপ্তাহে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মজুরি পরিশোধ করা হবে। এতে গ্রামীণ কাঁচা রাস্তাগুলো যেমন চলাচলের উপযোগী হবে, তেমনি অতিদরিদ্র মানুষগুলো আয় করার সুযোগ পেয়েছেন। ইউনিয়ন পরিষদের মাধ্যম যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাঁদের নির্বাচিত করা হয়েছে। এই কর্মসূচি সুষ্ঠু ও স্বচ্ছভাবে যেন সম্পন্ন হয়, সে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন।

সরেজমিন উপজেলার বেশ কয়েকটি গ্রামীণ কাঁচা রাস্তা ঘুরে দেখা গেছে, প্রতিদিনই কাজ করছেন শ্রমিকেরা। মাটি ফেলে রাস্তাগুলোর গর্ত ও দেবে যাওয়া অংশ সংস্কার করা হচ্ছে। এসব কাজে যাতে কোনো ধরনের ফাঁকি দেওয়া না হয়, সে জন্য হাজিরা নিশ্চিতসহ কাজ তদারকি করছেন সংশ্লিষ্টরা।

কয়েকজন পথচারী বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টি আর শুকনোর সময় ধুলোর কারণে গ্রামীণ এসব রাস্তা দিয়ে চলাফেরা করা কষ্টকর। সরকারি প্রকল্পের আওতায় এসব রাস্তায় মাটি ফেলে সংস্কার করা হচ্ছে। এতে চলাফেরায় কষ্ট কমবে।

উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান হামদু বলেন, এই ইউনিয়নে ১০৭ জন অতিদরিদ্র মানুষ ৪০ দিন কাজ করার সুযোগ পেয়েছেন। তাঁরা প্রত্যেকে প্রতিদিন ৪০০ টাকা করে ৪০ দিনে ১৬ হাজার টাকা আয় করবেন। এই কর্মসূচির আওতায় ওই সব পরিবার ঘুরে দাঁড়াতে পারবেন। পাশাপাশি কাঁচা মাটির রাস্তাও চলাচলের উপযোগী হবে।

মেনু মিয়া নামের একজন উপকারভোগী বলেন, ‘এই প্রকল্পের আওতায় কাজ করার সুযোগ পাওয়ায় আমার বেশ উপকার হয়েছে। ৪০ দিন কাজ করে যে টাকা পাব তা দিয়ে সংসারে কিছুটা সচ্ছলতা আসবে।’

অনুফা খাতুন নামে আরেক উপকারভোগী বলেন, ‘এ কাজের সুযোগ পেয়ে বেশ উপকার হয়েছে আমার। পরিবারের খরচ মিটানোর পাশাপাশি ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধ করতে আর সমস্যা হবে না।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রওশন করিম বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৩৮টি গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার হচ্ছে। এতে মোট ২ হাজার ১৪৪ অতিদরিদ্র মানুষের কাজের সুযোগ হয়েছে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এই প্রকল্পের আওতায় প্রত্যন্ত এলাকার গ্রামীণ রাস্তাগুলো চলাচলের উপযোগী করা হচ্ছে। পাশাপাশি অতিদরিদ্র মানুষ আয় করতে পারছেন। সব প্রক্রিয়াই স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সিএমএইচে মাগুরার শিশুটির অবস্থা অপরিবর্তিত: আইএসপিআর

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত