Ajker Patrika

সুবর্ণচরে শিক্ষকের ওপর হামলা

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২: ৩১
সুবর্ণচরে শিক্ষকের ওপর হামলা

নোয়াখালীর সুবর্ণচরে আক্তার হোসেন (৫২) নামের এক প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্তার হোসেন হাতিয়া উপজেলার চরআজমল ভূমিহীন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

গত শনিবার রাতে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চর নঙ্গোলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকের ছোট ভাই জাকের হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত কাজ শেষে মাইজদী থেকে আসার পথে চর নঙ্গোলিয়া নিজ বাড়ির কাছের রাস্তায় স্থানীয় যুবক সোহাগের নেতৃত্ব ৪-৫ জন তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় ও বুকে গুরুতর আঘাত পান। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে যুবকেরা তার ২টি মোবাইল ফোন সেট ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা প্রথমে প্রধান শিক্ষককে উদ্ধার করে চরজব্বর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেননি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, এখনো কেউ এ ব্যাপারে লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত