Ajker Patrika

বঙ্গবন্ধু ছিলেন দূরদর্শী নেতা: মেয়র

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৪: ৩১
বঙ্গবন্ধু ছিলেন দূরদর্শী নেতা: মেয়র

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে, নেতৃত্ব না দিলে আমরা বাঙালি জাতি স্বাধীনতা পেতাম না। শৈশব থেকেই মহান এই নেতা বাঙালি জাতির অধিকারের জন্য কাজ করে গেছেন। তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা। বাঙালির সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ।’

গত বুধবার রাতে নগরীর ছোটবাজার মুক্তিযোদ্ধা সরণির মুক্তমঞ্চে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মেয়র এসব কথা বলেন।

ইকরামুল হক টিটু বলেন, আওয়ামী লীগের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এ দেশের কতিপয় স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। হত্যার পর ষড়যন্ত্রকারীরা ক্ষমতায় এসে বিকৃত ঘটায় মুক্তিযুদ্ধের ইতিহাসের। পরে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে মনোযোগ দেয়।

মেয়র আরও বলেন, দেশ যখন সার্বিক দিকে এগিয়ে বিশ্বে উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করতে যাচ্ছে ঠিক তখনই ষড়যন্ত্রকারীরা আবার দেশে-বিদেশে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র রুখতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হারুন আল রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, মহানগর আ.লীগ সভাপতি এহতেশামুল আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত