Ajker Patrika

আলোচনায় ৩ সিনেমা

বিনোদন ডেস্ক
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১০: ৪৪
Thumbnail image

বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি পাকিস্তানের ‘জয়ল্যান্ড’। এক অসুখী বিবাহিত পুরুষ ও একজন ট্রান্সজেন্ডার নারীর মধ্যে রোমান্টিক সম্পর্ক নিয়ে জয়ল্যান্ডের গল্প। পরিচালক সাইম সাদিকের প্রথম সিনেমাটি এটি। ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েই দুটো পুরস্কার জিতেছে সিনেমাটি। পাকিস্তানের প্রথম সিনেমা হিসেবে অস্কারেও মনোনয়ন পেয়েছে জয়ল্যান্ড।

এ বছরের আরেক আলোচিত সিনেমা ইরানি বংশোদ্ভূত ডেনিশ নির্মাতা আলী আব্বাসির ‘হোলি স্পাইডার’। ইরানের মাশহাদ শহরের ১৬ পতিতা হত্যাকাণ্ড নিয়ে সিনেমার গল্প। ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর মুগ্ধ হয়েছেন চলচ্চিত্রবোদ্ধারা। দর্শকদের কাছ থেকে অর্জন করেছে সাত মিনিটের দাঁড়ানো অভ্যর্থনা। সেরা পুরস্কার জেতেন সিনেমার অভিনেত্রী জার আমির ইব্রাহিমি। আগামী অস্কারে বিদেশি ভাষার সিনেমা ক্যাটাগরির শর্টলিস্টে জায়গা করে নিয়েছে হোলি স্পাইডার।

দক্ষিণ কোরিয়ার ‘ড্রাইভ মাই কার’ সিনেমাটিও ছিল আলোচনার কেন্দ্রে। হারুকি মুরাকামির ছোটগল্প অবলম্বনে তৈরি হয়েছে ড্রাইভ মাই কার। এর গল্প মঞ্চ অভিনেতা ও নির্দেশক ইউসুকে কাফুকুকে ঘিরে। স্ত্রীর মৃত্যুর দুই বছর পর একটি নাট্যোৎসবে নির্দেশনা দেওয়ার প্রস্তাব পান তিনি। হিরোশিমায় যেতে স্বল্পভাষী মিসাকিকে গাড়ির ড্রাইভারের দায়িত্ব দেয় কাফুকু। তারা পথ চলতে চলতে সময় কাটাতে থাকে। ধীরে ধীরে স্ত্রীর রেখে যাওয়া রহস্যের মুখোমুখি 
হয় কাফুকু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত