Ajker Patrika

উইয়ের সম্মাননা পেলেন ১৭ নারী উদ্যোক্তা

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১১: ২১
উইয়ের সম্মাননা পেলেন ১৭ নারী  উদ্যোক্তা

পণ্য উৎপাদন এবং অনলাইনে পণ্য বিক্রয়ে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জের ১৭ সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সম্মাননা শেষে উইমেন্স অ্যান্ড ই-কমার্সের (উই) জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী পণ্য প্রদর্শনী করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মাদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মাদ গোলাম আজাদ খান, পৌরসভার মেয়র মো. রমজান আলী, এফবিসিসিআইয়ের পরিচালক তোসাদ্দেক হোসেন খান টিটি, বিসিকের উপপরিচালক মো. মাহবুবুল ইসলাম রোকন, উই-এর সভাপতি নাসিমা আক্তার, সংগঠনটির মানিকগঞ্জ জেলা শাখার সমন্বয়ক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

এ সময় উই সভাপতি নাসিমা আক্তার বলেন, উই-এর মানিকগঞ্জের সদস্যদের মধ্যে যাঁরা অনলাইনের মাধ্যমে এক থেকে পাঁচ লাখ টাকা বিক্রি করেছেন, লাখপ্রতি হিসেবে তাঁদের ১৭ জনকে আজকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাঁরা ভালো করবেন তাঁদেরও বিশেষ সম্মাননা দেওয়া হবে।

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, ‘পুরুষের কাজের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে কাজ করে নারীরাও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারীদের সঙ্গে নিয়েই আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত