শেখ আবু হাসান, খুলনা
তফসিল ঘোষণার পরপরই খুলনা জেলা পরিষদ নির্বাচন নিয়ে সরব হয়ে উঠেছেন জেলার ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করছেন আওয়ামী লীগের অন্তত ১০ নেতা। দলের হাই কমান্ডের আশীর্বাদ পেতে ইতিমধ্যে তদবিরে নেমে পড়েছেন তাঁরা।
না জেলা পরিষদের নির্বাচন হবে আগামী ১৭ অক্টোবর। তফসিল ঘোষণা করা হয়েছে ২৩ আগস্ট। এরপর থেকেই মাঠে নেমেছেন মনোনয়নপ্রত্যাশীরা। দলীয় নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন তাঁরা। স্থানীয় শীর্ষ নেতৃত্বের সমর্থন পেতে দলের মধ্যে লবিং ও তদবির চালিয়ে যাচ্ছেন।
জেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এখন পর্যন্ত যাঁদের নাম আলোচনায় উঠে এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন জেলা পরিষদের সদ্য বিদায়ী প্রশাসক খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিক শেখ হারুনুর রশিদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহসভাপতি খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, সহসভাপতি অধ্যক্ষ দেলোয়ারা বেগম, সহসভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব আলী সানা, যুগ্ম সম্পাদক তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মুর্তজা রশিদী দারা।
খুলনা জেলা পরিষদের সদ্য বিদায়ী প্রশাসক শেখ হারুনুর রশিদ এর আগে জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দীর্ঘ ৫ বছর দায়িত্ব পালন করেছেন। এর আগে প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ৮১ বছর বয়স্ক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদের রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। ১৯৬২ সালে ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ। এরপর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। যুবলীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ সামলিয়েছেন। খুলনা-১ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক বিরোধীদলীয় হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সবশেষে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা সদর আসনের সাবেক এমপি মিজানুর রহমান মিজান বলেন, ‘দল যদি মনে করে, আমাকে দিয়ে জেলা পরিষদের নির্বাচন করাবেন, সে ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। আমি রাজনীতি করি, দলের যেকোনো সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে কাজ করতে আগ্রহী।’
চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, ‘আমি দলের কাছে মনোনয়ন চাইব। তবে দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই কাজ করব। এখানে দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।’
নোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী বলেন, ‘আমি দলের কাছে মনোনয়ন চাইব। দল যে সিদ্ধান্ত দেবে, তা মাথা পেতে নেব।’
জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ বলেন, ‘আমি আসন্ন নির্বাচনে মনোনয়ন চাইব কি চাইব না, সেটি নির্ভর করছে দলের হাই কমান্ডের ওপর। দলের হাই কমান্ড যা বলবে, সেভাবেই আমি আমার কার্যক্রম পরিচালনা করব। হাই কমান্ডের সিদ্ধান্তেই জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছি ও করছি। অতএব দলের হাই কমান্ড যে সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্ত নিয়ে আমি চলব।’
তফসিল ঘোষণার পরপরই খুলনা জেলা পরিষদ নির্বাচন নিয়ে সরব হয়ে উঠেছেন জেলার ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করছেন আওয়ামী লীগের অন্তত ১০ নেতা। দলের হাই কমান্ডের আশীর্বাদ পেতে ইতিমধ্যে তদবিরে নেমে পড়েছেন তাঁরা।
না জেলা পরিষদের নির্বাচন হবে আগামী ১৭ অক্টোবর। তফসিল ঘোষণা করা হয়েছে ২৩ আগস্ট। এরপর থেকেই মাঠে নেমেছেন মনোনয়নপ্রত্যাশীরা। দলীয় নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন তাঁরা। স্থানীয় শীর্ষ নেতৃত্বের সমর্থন পেতে দলের মধ্যে লবিং ও তদবির চালিয়ে যাচ্ছেন।
জেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এখন পর্যন্ত যাঁদের নাম আলোচনায় উঠে এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন জেলা পরিষদের সদ্য বিদায়ী প্রশাসক খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিক শেখ হারুনুর রশিদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহসভাপতি খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, সহসভাপতি অধ্যক্ষ দেলোয়ারা বেগম, সহসভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব আলী সানা, যুগ্ম সম্পাদক তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মুর্তজা রশিদী দারা।
খুলনা জেলা পরিষদের সদ্য বিদায়ী প্রশাসক শেখ হারুনুর রশিদ এর আগে জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দীর্ঘ ৫ বছর দায়িত্ব পালন করেছেন। এর আগে প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ৮১ বছর বয়স্ক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদের রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। ১৯৬২ সালে ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ। এরপর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। যুবলীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ সামলিয়েছেন। খুলনা-১ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক বিরোধীদলীয় হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সবশেষে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা সদর আসনের সাবেক এমপি মিজানুর রহমান মিজান বলেন, ‘দল যদি মনে করে, আমাকে দিয়ে জেলা পরিষদের নির্বাচন করাবেন, সে ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। আমি রাজনীতি করি, দলের যেকোনো সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে কাজ করতে আগ্রহী।’
চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, ‘আমি দলের কাছে মনোনয়ন চাইব। তবে দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই কাজ করব। এখানে দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।’
নোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী বলেন, ‘আমি দলের কাছে মনোনয়ন চাইব। দল যে সিদ্ধান্ত দেবে, তা মাথা পেতে নেব।’
জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ বলেন, ‘আমি আসন্ন নির্বাচনে মনোনয়ন চাইব কি চাইব না, সেটি নির্ভর করছে দলের হাই কমান্ডের ওপর। দলের হাই কমান্ড যা বলবে, সেভাবেই আমি আমার কার্যক্রম পরিচালনা করব। হাই কমান্ডের সিদ্ধান্তেই জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছি ও করছি। অতএব দলের হাই কমান্ড যে সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্ত নিয়ে আমি চলব।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫