Ajker Patrika

নির্বাচনী বিরোধের জেরে মারামারি, আহত ৩

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৭: ২৬
নির্বাচনী বিরোধের জেরে মারামারি, আহত ৩

লক্ষ্মীপুরের রায়পুরে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিরোধের জেরে মারামারির ঘটনায় ৩ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহাগ (৩৫), মঞ্জু মোল্লা ও হারুন মোল্লা। এর মধ্যে সোহানুর রহমান সোহাগকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু জাফর সালেহ মিন্টু ফরায়েজির সমর্থক ছিলেন। এ ছাড়া মঞ্জু ইউনিয়ন যুবলীগের সদস্য ও হারুণ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। তাঁরা স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার ছেলে।

সোহানুর রহমান সোহাগ বলেন, ‘গত শুক্রবার রাতে আমি মোল্লারহাট বাজারে গেলে মঞ্জু ও হারুন আমার উপর হামলা চালান। এ সময় আমার মাথার বিভিন্ন অংশে আঘাত হয়। আমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। গতকাল শনিবার সকালে চিকিৎসক এ পরামর্শ দেন।’

ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন মোল্লা বলেন, ‘ভোটের দিন সোহাগ তাঁর বাড়ির কাছে আখন বাজার এলাকায় আমার ছোট ভাইদের উপর হামলা চালান। এ ছাড়া ফেসবুকে আমাদের পরিবারের বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক তথ্য ছড়ায়। পরে তিনি বাজারে আসলে এ নিয়ে আমার ছোট ভাইদের সঙ্গে কথা-কাটাকাটি ও মারামারি হয়। যেহেতু আমরা সবাই আওয়ামী লীগের লোক, তাই দলীয়ভাবে বসেই বিষয়টির সমাধান করা হবে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত