সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
যমুনা নদীতে নাব্যতা-সংকট সৃষ্টি হওয়ায় বগুড়ার সারিয়াকান্দির কালীতলা নৌঘাটটি ৫ কিলোমিটার দূরে দেবডাঙ্গায় স্থানান্তর করা হয়েছে। ফলে কালীতলার ঘাটের যাত্রীদের কয়েক কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তাঁদের ভাড়াও দিতে হচ্ছে বেশি। অন্যদিকে যাতায়াতে সময়ও বেশি লাগছে। এদিকে ঘাটে লোকজন কম আসায় স্থানীয় কালীতলা নৌঘাটের বিভিন্ন ধরনের দোকানিরা এখন প্রতিদিন লোকসান গুনছেন। তবে এলাকাবাসী জানিয়েছেন, ঘাটটি স্থানান্তর না করে নদীর অল্প কিছু স্থানে ড্রেজিং করা হলে এ সমস্যার সমাধান হতো।
কয়েক দিন ধরে যমুনা নদীর পানি কমে এর নাব্যতা-সংকটের সৃষ্টি হয়েছে। নৌরুটে অসংখ্য ডুবোচর সৃষ্টি হওয়ায় নৌকাগুলো আটকে যায়। ফলে সারিয়াকান্দি পৌরসভার কালীতলা নৌঘাটটি দেবডাঙ্গায় স্থানান্তর করা হয়।
একাধিক সূত্রমতে, সারিয়াকান্দির কালীতলা নৌঘাট থেকে জামালপুরের মাদারগঞ্জ জামথল নৌঘাটে হাজার হাজার যাত্রী মোটরসাইকেল, নানা কৃষিপণ্যসহ প্রয়োজনীয় পণ্য পরিবহন করতেন। এই নৌরুটে আর যাত্রী পরিবহন হচ্ছে না। গত শুক্রবার থেকে ঘাটটি একই উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের দেবডাঙ্গায় স্থানান্তর করা হয়েছে।
কালীতলা নৌঘাট থেকে জামথল নৌঘাটের দূরত্ব বর্ষাকালে ১২ কিলোমিটার এবং শুষ্ক মৌসুমে ১৬ কিলোমিটার। অন্যদিকে দেবডাঙ্গা নৌঘাট থেকে জামথল নৌঘাটের দূরত্ব বর্ষাকালে ১৫ কিলোমিটার এবং শুষ্ক মৌসুমে ২২ কিলোমিটার। তা ছাড়া সারিয়াকান্দি থেকে দেবডাঙ্গার দূরত্ব ৫ কিলোমিটার।
এদিকে কালীতলা নৌঘাট থেকে জামথল নৌঘাটের খেয়াভাড়া ছিল ৬০ টাকা। রিজার্ভ নৌকার ভাড়া ছিল ১০০ টাকা। এখন কালীতলা থেকে দেবডাঙ্গা যেতে সড়কপথে যাত্রীভাড়া মাথাপিছু ২০ টাকা দিতে হয়। অপরদিকে দূরত্ব বৃদ্ধিতে খেয়াভাড়া হয়েছে ৮০ টাকা। ফলে জামথল যেতে যাত্রীদের ৪০ টাকা বেশি দিতে হচ্ছে। অপরদিকে রিজার্ভ নৌকার ভাড়া হয়েছে ১২০ টাকা।
কালীতলা ঘাটে কথা হয় অসিম কুমারের সঙ্গে। তিনি জামালপুরে সরকারি চাকরি করেন। তাঁর বাড়ি নাটোরের সিংড়ায়। তিনি প্রায়ই কালীতলা ঘাট দিয়ে যাতায়াত করেন। তিনি বলেন, ‘জামালপুর যাওয়ার জন্য কালীতলা ঘাটে এসেছিলাম। এসে শুনি কয়েক দিন হলো ঘাটটি দেবডাঙ্গায় স্থানান্তর করা হয়েছে। এখন অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হবে।’
স্থানীয় কালীতলা ঘাটের মতির হোটেলের স্বত্বাধিকারী মতিউর রহমান বলেন, ‘এই নৌঘাটে ছোট-বড় ৫০টির বেশি বিভিন্ন ধরনের দোকানপাট আছে। নৌঘাটটি স্থানান্তর করায় বেচাকেনা বন্ধের দিকে। সরকার যদি নদীটি অল্প কিছু ড্রেজিং করে দিত, তাহলে যাত্রীদেরও সুবিধা হতো আমাদেরও পরিবারগুলো চলত।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম বলেন, জনসাধারণের সাময়িক দুর্ভোগের জন্য আন্তরিকভাবে দুঃখিত। নাব্যতা ফিরে পেলে পুনরায় ঘাটটি দেবডাঙ্গা থেকে কালীতলায় নিয়ে আসা হবে।
যমুনা নদীতে নাব্যতা-সংকট সৃষ্টি হওয়ায় বগুড়ার সারিয়াকান্দির কালীতলা নৌঘাটটি ৫ কিলোমিটার দূরে দেবডাঙ্গায় স্থানান্তর করা হয়েছে। ফলে কালীতলার ঘাটের যাত্রীদের কয়েক কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তাঁদের ভাড়াও দিতে হচ্ছে বেশি। অন্যদিকে যাতায়াতে সময়ও বেশি লাগছে। এদিকে ঘাটে লোকজন কম আসায় স্থানীয় কালীতলা নৌঘাটের বিভিন্ন ধরনের দোকানিরা এখন প্রতিদিন লোকসান গুনছেন। তবে এলাকাবাসী জানিয়েছেন, ঘাটটি স্থানান্তর না করে নদীর অল্প কিছু স্থানে ড্রেজিং করা হলে এ সমস্যার সমাধান হতো।
কয়েক দিন ধরে যমুনা নদীর পানি কমে এর নাব্যতা-সংকটের সৃষ্টি হয়েছে। নৌরুটে অসংখ্য ডুবোচর সৃষ্টি হওয়ায় নৌকাগুলো আটকে যায়। ফলে সারিয়াকান্দি পৌরসভার কালীতলা নৌঘাটটি দেবডাঙ্গায় স্থানান্তর করা হয়।
একাধিক সূত্রমতে, সারিয়াকান্দির কালীতলা নৌঘাট থেকে জামালপুরের মাদারগঞ্জ জামথল নৌঘাটে হাজার হাজার যাত্রী মোটরসাইকেল, নানা কৃষিপণ্যসহ প্রয়োজনীয় পণ্য পরিবহন করতেন। এই নৌরুটে আর যাত্রী পরিবহন হচ্ছে না। গত শুক্রবার থেকে ঘাটটি একই উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের দেবডাঙ্গায় স্থানান্তর করা হয়েছে।
কালীতলা নৌঘাট থেকে জামথল নৌঘাটের দূরত্ব বর্ষাকালে ১২ কিলোমিটার এবং শুষ্ক মৌসুমে ১৬ কিলোমিটার। অন্যদিকে দেবডাঙ্গা নৌঘাট থেকে জামথল নৌঘাটের দূরত্ব বর্ষাকালে ১৫ কিলোমিটার এবং শুষ্ক মৌসুমে ২২ কিলোমিটার। তা ছাড়া সারিয়াকান্দি থেকে দেবডাঙ্গার দূরত্ব ৫ কিলোমিটার।
এদিকে কালীতলা নৌঘাট থেকে জামথল নৌঘাটের খেয়াভাড়া ছিল ৬০ টাকা। রিজার্ভ নৌকার ভাড়া ছিল ১০০ টাকা। এখন কালীতলা থেকে দেবডাঙ্গা যেতে সড়কপথে যাত্রীভাড়া মাথাপিছু ২০ টাকা দিতে হয়। অপরদিকে দূরত্ব বৃদ্ধিতে খেয়াভাড়া হয়েছে ৮০ টাকা। ফলে জামথল যেতে যাত্রীদের ৪০ টাকা বেশি দিতে হচ্ছে। অপরদিকে রিজার্ভ নৌকার ভাড়া হয়েছে ১২০ টাকা।
কালীতলা ঘাটে কথা হয় অসিম কুমারের সঙ্গে। তিনি জামালপুরে সরকারি চাকরি করেন। তাঁর বাড়ি নাটোরের সিংড়ায়। তিনি প্রায়ই কালীতলা ঘাট দিয়ে যাতায়াত করেন। তিনি বলেন, ‘জামালপুর যাওয়ার জন্য কালীতলা ঘাটে এসেছিলাম। এসে শুনি কয়েক দিন হলো ঘাটটি দেবডাঙ্গায় স্থানান্তর করা হয়েছে। এখন অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হবে।’
স্থানীয় কালীতলা ঘাটের মতির হোটেলের স্বত্বাধিকারী মতিউর রহমান বলেন, ‘এই নৌঘাটে ছোট-বড় ৫০টির বেশি বিভিন্ন ধরনের দোকানপাট আছে। নৌঘাটটি স্থানান্তর করায় বেচাকেনা বন্ধের দিকে। সরকার যদি নদীটি অল্প কিছু ড্রেজিং করে দিত, তাহলে যাত্রীদেরও সুবিধা হতো আমাদেরও পরিবারগুলো চলত।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম বলেন, জনসাধারণের সাময়িক দুর্ভোগের জন্য আন্তরিকভাবে দুঃখিত। নাব্যতা ফিরে পেলে পুনরায় ঘাটটি দেবডাঙ্গা থেকে কালীতলায় নিয়ে আসা হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪